আইপিএলে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। বুধবার (৩০ এপ্রিল) ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে ৪ উইকেটে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। এদিন ম্যাচ শুরু হওয়ার আগেই একটা প্রশ্ন ঘুরতে শুরু করেছিল ক্রিকেট মহলে। এটাই কি ধোনির শেষ আইপিএল ম্যাচ হতে চলেছে? যে জল্পনা উস্কে দেন স্বয়ং ধোনিই। চেন্নাইয়ে টস করতে নামা ধোনিকে ধারাভাষ্যকার ড্যানি মরিসন প্রশ্ন করেন, তিনি কি পরের বছর আইপিএলে খেলবেন? না তার আগেই অবসর নেবেন? সেই প্রশ্ন শুনে চিদাম্বরম স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও চিৎকার করে ওঠেন। বোঝাই যাচ্ছিল, তাদের মনেও এই প্রশ্ন রয়েছে। উত্তরে ধোনি যা বলেন, তাতে নতুন করে তাকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। হাসতে হাসতে ধোনি জবাব দেন, আমি পরের ম্যাচে নামব কি না, সেটাই তো জানি না। ঘরের মাঠ চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার...
অবসর প্রসঙ্গে স্বয়ং ধোনিই যা জানালেন
অনলাইন ডেস্ক

ঘরের মাঠে হেরে বিদায় মেসির ইন্টার মায়ামি
অনলাইন ডেস্ক

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ সেমিফাইনালে দ্বিতীয় লেগে ঘরের মাঠেও হেরে প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ হারালো লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর আগে প্রথম লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটসক্যাপের মাঠে ২-০ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ মে) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল মেসির মায়ামি। প্রথম লেগে হেরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। তার ফলও পেয়ে যায় ম্যাচের নবম মিনিটে। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। প্রথমার্ধ শেষ হয় মায়ামির এক গোলের লিড নিয়েই। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারতো তারা। কিন্তু বিরতির পর তাদের সেই আশায় পানি...
ছয় গোলের থ্রিলারে ইন্টার মিলানের বিপক্ষে বার্সার নাটকীয় ড্র
অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে মনোমুগ্ধকর ছয় গোলের থ্রিলারে দুইবার পিছিয়ে পড়েও ইন্টার মিলানের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। বুধবার (৩০ এপ্রিল) রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন ডেঞ্জাল ডামফ্রিস, অপর গোলটি করেন মার্কাস থুরাম। বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল ও ফেরান তোরেস। অপর গোলটি আসে আত্মঘাতীর সুবাদে। এদিন ম্যাচ শুরুর মাত্র ৩০ সেকেন্ডেই চমক দেখায় ইন্টার মিলান। ডেঞ্জেল ডুমফ্রিজের ক্রস থেকে মার্কাস থুরাম অসাধারণ ব্যাকহিল ফ্লিকে বল জালে জড়ানচ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল এটি। এরপর ২০...
শ্রীলঙ্কাদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক

হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের দুই ম্যাচে জিতে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা। বুধবার (৩০ এপ্রিল) কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএসের হিসাবে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের জার্সিধারীরা। এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের মাঝপথে ম্যাচটি পড়ে বৃষ্টির খপ্পরে। ২৮ ওভারে নেমে আসা ম্যাচে ইয়াং টাইগাররা তোলে ২ উইকেটে ১৪৪ রান। ডিএলএসের হিসাবে শ্রীলঙ্কার যুবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ১৯৮ রানের। কিন্তু ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ৩৯ রানে জয় পায় সফরকারীরা। এদিন ব্যাট করতে নেমে দলীয়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর