রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক ও বেড়িবাঁধ এলাকায় যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিন সকাল-বিকাল মোহাম্মদপুরের বছিলা সড়ক ও বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় যানজট দেখা যাচ্ছে। যানজট নিরসনকল্পে আগামী শনিবার থেকে বছিলা ইন্টারসেকশন এলাকায় ইউটার্ন ও ডাইভারসনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ ক্ষেত্রে ওই এলাকা দিয়ে যানবাহনকে চলাচলের জন্য নির্দেশনা মেনে চলতে হবে। ডিসি মিডিয়া জানায়, গাবতলী থেকে সদরঘাটগামী যানবাহনকে বছিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ূরভিলার সামনে থেকে ইউটার্ন করতে হবে, এরপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে। আবার...
বসিলা বেড়িবাঁধের যানজট নিরসনে উদ্যোগ, গন্তব্যে যাবেন যেভাবে
অনলাইন ডেস্ক

রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল যুবকরা। বুধবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও বনশ্রী ফরাজী হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। একটি বাস দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে ওই দুই যুবক মারা যায়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। পরবর্তী একটি বাসের চাপায় দুইজন ঘটনাস্থলে মারা যায়। প্রাথমিকভাবে তাদের নামটা পাওয়া গেল বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে নিহত দুইজন সম্পর্কে কী হয় তা জানা যায়নি তবে একই এলাকায় তাদের বাসা বলে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ...
বসুন্ধরা সিটি শপিং মল বন্ধ আগামীকাল, খোলা টগি ফান ওয়ার্ল্ড ও সিনেপ্লেক্স
নিজস্ব প্রতিবেদক

মে দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১ মে) বন্ধ থাকবে রাজধানীর পাহ্নপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শপিং মল কর্তৃপক্ষ। এতে বলা হয়, আগামীকাল শপিং মল বন্ধ থাকলেও খোলা থাকবে টগি ফান ওয়ার্ল্ড ও স্টার সিনেপ্লেক্স। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রবেশ করা যাবে টগি ফান ওয়ার্ল্ড ও সিনেপ্লেক্সে। news24bd.tv/FA
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। রাজধানীর বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বুধবার (৩০ এপ্রিল) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর