ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর স্থান নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে সুজন ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার কাইয়ূমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুজন ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। তিনি এক ছেলে (৩ বছর) ও এক মেয়ে (দেড় বছর) সন্তানের জনক। অভিযুক্ত ঘাতক শাওন তার আপন চাচাতো ভাই। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। যুবকের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় ধান শুকানোর স্থান নিয়ে সুজন ও শাওনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শাওন ধারাল ছুরি দিয়ে সুজনকে...
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জায়গা নিয়ে বিরোধে যুবক খুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এ কেমন শত্রুতা!
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মো. সোলেমান মন্ডল (৫২) নামে এক মৎস্যচাষির প্রায় ৫০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই মৎস্যচাষির ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানিয়েছেন। গত বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাতে কোন এক সময় উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া বোন-গা বড় বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মো. সোলেমান মন্ডল পাংশা পৌরসভার কুলটিয়া এলাকার বাহাদুর মন্ডলের ছেলে। উপজেলার বিভিন্ন স্থানে পুকুর লিজ নিয়ে লোক দিয়ে মৎস্যচাষ তার পেশা। মৎস্যচাষি মো. সোলেমান মন্ডল বলেন, সরিষার বাদশা শেখ এর কাছে থেকে এক বছরের জন্য দুইটি পুকুর ২ লাখ টাকায় লিজ নিয়েছি। গত ৫ মাস আগে সাড়ে ২৭ মণ মাছ ছেড়েছিলাম। প্রথম থেকেই স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে এখানে মাছ চাষে বাধা দিয়ে আসছিল। তবুও চারজন কর্মচারী রেখে...
চাকরির কথা বলে রাশিয়ায়, পরে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে

টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দা নাজির উদ্দিন। কথা ছিল রাশিয়ায় গিয়ে প্যাকেজিং কোম্পানিতে চাকরির করবেন। কিন্তু সেখানে যাওয়ার পর তাকে পাঠানো হয় সামরিক প্রশিক্ষণে। ১৪ দিন প্রশিক্ষণ দেওয়ার পর পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে যাওয়ার পর থেকে প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির সঙ্গে যোগাযোগ নেই নাজিরের। এ ঘটনার পর দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। নাজির উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশী গ্রামে। ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফয়েজ উদ্দিনের একমাত্র সন্তান তিনি। ফোনে কান্না করে জানান আমাদের ইউক্রেন যুদ্ধে নেওয়া হচ্ছে খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ ডিসেম্বর নাজির উদ্দিন রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। দুবাই হয়ে রাশিয়া পৌঁছান তিনি। এরপর একটি ক্যাম্পে কয়েকদিন রাখা হয় তাকে। কিছুদিন পর সেখান থেকে বিমানে আরেক জায়গায় নেওয়া হয়।...
নিঃসন্তান হওয়াটাই যেন অভিশাপ হলো সুফিয়ার জীবনে
সিলেট প্রতিনিধি

নিঃসন্তান হওয়াটা যেন সুফিয়ার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মা-বাবাকে হারানোর পর সন্তান না হওয়ার স্বামী তাকে ছেড়ে বিয়ে করেন অন্যত্র। এর পর থেকে শরীরে বাসা বাধতে থাকে নানা রোগ। বর্তমানে সিলেট মহানগরের একটি কলোনিতে একা একটি কক্ষে কাটছে জীবন। দেখাশোনার কেউ নেই। বড় বোনের পরিবার তাকে মাঝে মধ্যে দিচ্ছেন খাবার, চিকিৎসার খবর। তবে রিকশা চালিয়ে পরিবার চালানো বড়বোনের স্বামীর পক্ষেও তাকে ভরনপোষণ করা সম্ভব হচ্ছে না। মহানগরের আম্বরখানা এলাকায় ছোট একটা ঘরে একাই থাকেন সুফিয়া বেগম। বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল এলাকায়। একটা সময় মা-বাবাকেও হারান সুফিয়া। পরিবারে মা-বাবার পর আছেন শুধু তার বড় বোন। ২০১০ সালে স্বামী নয়ন আহমেদের সঙ্গে বিয়ে হয় তার। পরে সন্তান না হওয়ায় বিয়ের ৭ বছর পর স্বামী আরেকটি বিয়ে করেন। কাল হলো তখন যখন ২০২১ সালে স্বামী একেবারেই ফেলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর