চলে গেলেন দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামী সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আজ রোববার (৪ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার জুনিয়র অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানে আজ বিকেল ৪টা ১০ মিনিটে মারা যান। news24bdtv/AH
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই
অনলাইন ডেস্ক

রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের দুইজন আটক
অনলাইন ডেস্ক

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত শনিবার (০৩ মে) রাত ৯টার দিকে কিশোর গ্যাং গ্রুপের দুই সদস্য মিরপুর-১ (শাহআলী মাজার) এর কাছে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। এই খবর পাওয়ার পর, দারুস সালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে ছুটে যায় এবং কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে। আটকরা হলো- মো. খোকন (২৫) এবং মো. গোলাম রাব্বি (২২)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আটদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য শাহআলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।...
বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
বিএনপিই সংস্কার শুরু করেছে; অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। অন্যায়ভাবে অন্য মত চাপিয়ে দেয়ার পক্ষে নয় বিএনপি বলেও মন্তব্য করেন তিনি৷ প্রকাশিত সংবাদ পছন্দ না হলে প্রতিষ্ঠানকে মব তৈরি করে উড়িয়ে দেয়া, গুড়িয়ে দেয়ার হুমকি কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় বলেও জানান বিএনপি মহাসচিব। news24bd.tv/FA
সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের জেলে আটক রাখছে: রিজভী
সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের জেলখানায় আটক রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার শাহরিন তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। নির্বাচন আয়োজন নিয়ে সরকার জনগণের সাথে টালবাহানা করছে বলেও মন্তব্য করেন রিজভী। এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন চায় না, তাই তারা বিভিন্নভাবে মুলা ঝুলিয়ে রাখছেন। এসময় রাখাইনে মানবিক করিডর দেয়া সরকারের সিদ্ধান্তে কড়া সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর