ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৫ মে) বিকেল থেকে মঙ্গলবার (৬ মে) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এই আটকের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর উপজেলার কুসুমপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা, মাধবখালী ও কুমিল্লাপাড়া সীমান্ত এলাকা থেকে টহল দলের সদস্যরা এই ২৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৮ জন শিশু রয়েছে। তারা সবাই যশোর, নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। একই দিনে মাধবখালী বিওপির আওতাধীন ধোপাখালী বাজার সংলগ্ন এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব...
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২৬ বাংলাদেশি আটক, ফেনসিডিল জব্দ
অনলাইন ডেস্ক

হিন্দু নারীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের রামগতিতে এক হিন্দু নারীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে রামগতি পৌরসভা ছাত্রলীগের কর্মী মহিন উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব-৩ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে গত রোববার (৪ মে) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার রামগতি থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার (৬ মে) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর গ্রামের বাসিন্দা মঞ্জু রানী তার বাড়ির পূজার ঘরে ছিলেন। এ সময় মহিন উদ্দিন ধারালো অস্ত্র নিয়ে তার ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে স্বর্ণের চেইন, কানের দুল এবং হাতের আংটি লুট করে পালিয়ে যায়। মঞ্জু...
মাদারীপুরে কেটে ফেলা হলো শতবর্ষী বট গাছ
বেলাল রিজভী, মাদারীপুর:

মাদারীপুরে একটি শতবর্ষী বট গাছকে কেটে ফেলার ঘটনা ঘটেছে। এই ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পুরো দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে দেশ জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এই গাছটি কেটে ফেলায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে গাছটি দেখতে প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। গাছটি কাটার সঙ্গে জড়িতরা গাঢাকা দিয়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরার কান্দি গ্রামের কুমার নদের পাশে স্থানীয় হান্নান হাওলাদার ও সাত্তার হাওলাদারের মালিকানাধীন একটি বাগানের মধ্যে শত বছরের একটি বটগাছ ছিল। গত কয়েক বছর ধরে গাছটিকে ঘিরে স্থানীয়রা নানা কর্মকাণ্ড করে আসছিলেন।...
পঞ্চগড়ে সাবেক ৩ এমপিসহ ডিসি-এসপির বিরুদ্ধে হত্যা মামলা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বহুল আলোচিত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (০৬ মে) বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশকে মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ( ৫ মে) পঞ্চগড় চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-১) আরেফিনের স্ত্রী শিরিন আক্তার বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল ওহাব মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আর্জি ও আইনজীবী সূত্রে জানা যায় এই মামলায় ১৫৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় ১ ও ২ আসনের সাবেক তিন সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম সুজন, নাঈমুজ্জামান মুক্তা, মজাহারুল হক প্রধান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, তৎকালীন জেলা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত