পাকিস্তানের বালুচিস্তানের কাচ্ছি জেলার মাচ এলাকায় ভয়াবহ বোমা হামলায় সেনাবাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয় বলে জানায় দেশটির গণমাধ্যম সামা নিউজ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার পেছনে নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) দায়ী, যাদের ভারতীয় মদদপুষ্ট বলে দাবি করা হয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। আইএসপিআর জানিয়েছে, এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। বালুচিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও তাদের দেশীয়...
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ সেনা নিহত
অনলাইন ডেস্ক

তন্দুরি রুটি নিয়ে কথা কাটাকাটির জেরে যে ভয়াবহ পরিণতি দুই তরুণের
অনলাইন ডেস্ক

তন্দুরি রুটির জন্য কথা কাটাকাটির জেরে ভারতের উত্তরপ্রদেশের অ্যামেথি শহরে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মূলত ওই দুই তরুণ এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দুজনের বয়স ১৭-১৮ এর মধ্যে ছিলো বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা ইন্ডিয়া টুডে। জানা গেছে, কে আগে তন্দুরি রুটি পাবে এই তুচ্ছ ঘটনা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুজন লাঠি জোগাড় করে একে অপরের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। মারামারি এতো তীব্র আকার ধারণ করে যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত হলে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া অবস্থায় তারও মৃত্যু হয়। যদিও এই ঘটনার সময় উপস্থিত লোকজনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে এই ঘটনায় এখনো নিহত দুই তরুণের মরদেহের ময়নাতদন্ত চলছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে...
প্রথম দফার ভোটে চ্যান্সেলর হতে ব্যর্থ ফ্রেডরিখ মেৎস, নেতৃত্ব নিয়ে প্রশ্ন
অনলাইন ডেস্ক

জার্মানির রক্ষণশীল নেতা ফ্রেডরিখ মেৎস পার্লামেন্টের প্রথম দফার ভোটে চ্যান্সেলর নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত এই ভোটে ৬৩০ সদস্যবিশিষ্ট বুন্ডেস্টাগে মেৎসের পক্ষে ৩১০টি ভোট পড়েছে, যা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা৩১৬ ভোটের থেকে ছয়টি কম। এমন এক সময় এই ব্যর্থতা ঘটল, যখন তার নেতৃত্বাধীন জোটক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি)মিলে ৩২৮টি আসনের মালিক। ফলে ভোটটি একপ্রকার আনুষ্ঠানিক বলেই ধরা হয়েছিল। কিন্তু প্রত্যাশা ভঙ্গকারী ফলাফল মেৎসের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর ও তার নেতৃত্বের স্থায়িত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ভোটাভুটিতে মেৎসের পক্ষে ভোট দেন ৩১০ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট দেন ৩০৭ জন। তিনজন ভোটদানে বিরত থাকেন এবং একটি ব্যালট বাতিল হয়। এছাড়া ৯ জন সদস্য অনুপস্থিত ছিলেন। জার্মান...
বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো
অনলাইন ডেস্ক

চার মাস পর দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। গাড়ি ফিরোজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে সকাল ১১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে খালেদা জিয়া, তাঁর দুই পুত্রবধূসহ একটি গাড়িবহর গুলশানের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুই পাশে বিএনপির নেতা-কর্মীরা দাঁড়িয়ে ছিলেন তাঁকে অভ্যর্থনা জানাতে। খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাইএমন নানা স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে। কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, আবার কেউ খালেদা জিয়ার ছবি সম্বলিত টি-শার্ট পরে তাঁর আগমনের আনন্দ প্রকাশ করেন। খালেদা জিয়ার স্বদেশ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর