দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (২০ মে) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল বুধবার (২১ মে) বিক্ষোভে নামার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নাহিদ ইসলাম বলেন, আমরা বলছি ফ্যাসিবাদী আমলের নির্বাচন অবৈধ ছিল এবং ফ্যাসিবাদবিরোধী সবগুলো পক্ষ আমরা ওই আমলের নির্বাচন প্রত্যাখ্যান করছি। আমি তো বলতে পারি না, সেই নির্বাচনের বৈধ প্রার্থী। এটা আসলে দ্বিচারিতা। তিনি বলেন, যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, এ জন্য অনতিবিলম্বে স্থানীয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন এই কমিশনের পক্ষে দিয়ে...
বর্তমান সংকট উত্তরণে স্থানীয় নির্বাচনের বিকল্প নেই: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

পদত্যাগ না করলে ঢাবি উপাচার্যকে ‘টেনে নামানোর’ হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেছেন। তিনিও একজন বহিরাগত। আমাদের আকাঙ্ক্ষা ছিল তিনি আমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেবেন। কিন্তু তার আমলে আমার ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই এই ভিসিকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। যদি তা না করেন ছাত্রদল জানে কীভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়। মঙ্গলবার (২০ মে) বেলা ৩টার পর প্রায় দুই ঘণ্টা রাজধানীর অন্যতম ব্যস্ত শাহাবাগ সড়ক অবরোধ করে এসব কথা বলেন তিনি। শিপন বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৭ দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানে যে সাম্যের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতায়...
আ জ ম ওবায়েদুল্লাহ জীবন্ত উপন্যাস: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক

ড. আ জ ম ওবায়েদুল্লাহকে জীবন্ত উপন্যাস আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ দেখে, শুনে, পড়ে শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। ড. আ জ ম ওবায়েদুল্লাহ একজন কর্মবীর ছিলেন। কবি মতিউর রহমান মল্লিকের শূন্যতা পূরণ হয়েছিল ড. আ জ ম ওবায়েদুল্লাহকে দিয়ে। মঙ্গলবার (২০ মে) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহর স্মরণে চট্টগ্রাম কালচারাল একাডেমি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, গুণী মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন সমাজ তার মূল্য বোঝে না। আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহর মৃত্যুর পর আমরা হাড়ে হাড়ে তা ঠের পাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন...
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
অনলাইন ডেস্ক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। দলের যুগ্ম-সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনের কোনও কারণ জানায়নি এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে রাজনৈতিক দল এনসিপি। এর আহ্বায়ক হিসেবে আছেন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির ঘোষক মো. নাহিদ ইসলাম। News24d.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর