জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে, যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের মিল রয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে সদস্যসচিব আখতার হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ অনুযায়ী গঠিত। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষ যা সেসময় প্রত্যাখ্যান করেছিল। এরপরও আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের...
ইসির বক্তব্যের সঙ্গে একটি বড় দলের অবস্থানের মিল রয়েছে: আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, এ জন্য অনতিবিলম্বে স্থানীয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন এই কমিশনের পক্ষে দিয়ে দেওয়া সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের ওপর আমরা সেই আস্থাটা রাখতে পারছি না। তারা পক্ষপাতমূলক আচারণ করছে। তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। ফলে আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নতুন স্থানীয় সরকার নির্বাচন হলে নতুন জনপ্রতিনিধি আসবে, নাগরিক সমস্যাগুলোও লাঘব হবে। আজ মঙ্গলবার (২০ মে) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল...
গাজীপুর জেলা বিএনপির সব ইউনিট কমিটি বিলুপ্ত
গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বিএনপির গাজীপুর জেলা শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগে গেল ৩ মে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি। এর আগে গত ২ মে বিকালে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করে...
বেগম খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত আনসারীর সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। মঙ্গলবার (২০ মে) রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এ সৌজন্য সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মুশফিকুল ফজল এর আগে সাংবাদিকতা ও কূটনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করেছেন। তার এই সাক্ষাতকে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে, যদিও এটি একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ বলেই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর