এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। তবে বৈরী আবহাওয়ার কারণে ফাইনালের ভেন্যু বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন আর কলকাতায় নয়, আগামী ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল। এছাড়া ১ জুন প্লে-অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও একই মাঠে অনুষ্ঠিত হবে। আর ২৯ মে প্রথম কোয়ালিফায়ার এবং ৩০ মে এলিমিনেটর অনুষ্ঠিত হবে মুল্যানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে। এছাড়া লিগ পর্বের শেষ ম্যাচের ভেন্যুও বদলে গেছে। আগামী ২৭ মে ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে ম্যাচটি এখন একই দিনে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হবে। এছাড়া বৃষ্টির প্রভাবের কথা মাথায় রেখে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আনা হয়েছে। আগের...
হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
অনলাইন ডেস্ক

অবশেষে নিরাপদে ফিরলো ফুটবলারদের বহনকারী বিমান
অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী বিমান আজ মঙ্গলবার (২০ মে) বিকালে ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়। যদিও আশার কথা যে আবহাওয়া স্বাভাবিক হতেই নির্ধারিত সময়ের ঘণ্টা তিনেক পর গোলাম রব্বানী ছোটনের দলকে বহনকারী বিমান কলকাতা থেকে ঢাকায় অবতরণ করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়। পরবর্তীকালে দলটি রাতে বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দলের খেলোয়াড়রা সরাসরি বাফুফে ভবনে আসবে। এর আগে অরুণাচল প্রদেশে ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে...
বসুন্ধরা কিংসের গোলবন্যায় ভেসে গেল ফকিরেরপুল
নিজস্ব প্রতিবেদক

আগের রাউন্ডেই শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল আগে পাঁচ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এরপর মোহামেডানের শিরোপা উৎসবও দেখতে হয়েছে তাদের। সব হারিয়ে আজ মঙ্গলবার (২০ মে) জ্বলে উঠেছে বসুন্ধরা শিবির। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। যার মধ্যে একাই চারটি গোল করেছেন বসুন্ধরার ফরোয়ার্ড রাকিব হোসেন। লিগে সব মিলিয়ে ১০ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। এ দিকে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর এদিন মাঠে নেমেছিল মোহামেডানও। কুমিল্লায় রহমতগঞ্জের বিপক্ষে সেই ম্যাচ অবশ্য প্রচণ্ড বৃষ্টির কারণে ১৬ মিনিট পর বন্ধ হয়ে যায়। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। সেই পর্যন্ত অবশ্য সাদা-কালোরা এগিয়ে ছিল ২-১ গোলে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা...
বৈরী আবহাওয়ায় ঢাকায় ফিরতে পারল না অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আজ বিকেল ৫টার দিকে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রচণ্ড বাতাস ও খারাপ আবহাওয়ার কারণে সেটি অবতরণ না করে পুনরায় কলকাতায় ফিরে যায়। ফ্লাইটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সব খেলোয়াড় ও কর্মকর্তারা ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতির পর ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হবে এবং পরে সংশ্লিষ্টদের যথাযথভাবে জানানো হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সম্প্রতি ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়েছিল। চূড়ান্ত ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে টাইব্রেকারে পরাজিত হয়ে রানার্সআপ হয়ে দেশে ফিরছিল দলটি। এমন গুরুত্বপূর্ণ সফর শেষে ঘরে ফেরা ব্যাহত হওয়ায় খেলোয়াড় ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর