ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবু বক্কর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবুবক্কর বিদ্যাকুট গ্রামের মো. তারেক জিয়ার ছেলে। ঘটনার সময় সে তার নানার বাড়িতে ভৈরবনগর বেড়াতে গিয়েছিল। পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিশু আবু বক্করের নানা বাজার থেকে সকালে লিচু নিয়ে আসে। খেলাধুলার ফাঁকে এক পর্যায়ে আবুবক্কর লিচু খাচ্ছিল। একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি...
লিচুর বিচি কতটা ভয়ঙ্কর!
নিজস্ব প্রতিবেদক

এক যুগ পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বরগুনা প্রতিনিধি

বরগুনার আলোচিত অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিন গাজীকে এক যুগ পরে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (২৩ মে) রাতে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামিকে। সালাউদ্দিন গাজী বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঠালতলী গ্রামের ছত্তার গাজীর ছেলে। ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে (১৮) কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। ১৮ দিন পর সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় মো. সালাউদ্দিন গাজীসহ ৬জনকে...
বাড়িতে ঢুকে পড়লো ৯ ফুট লম্বা বার্মিজ পাইথন
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের শোভা কলোনি এলাকার একটি বাড়ি থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বার্মিজ পাইথন (অজগর সাপ) উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন একটি বাড়ি থেকে এটি উদ্ধার করেন থ্রি এস এ রেসকিউ টিমর সদস্য জাহিদুল আলম, নাফিস হাসান এবং ভলেন্টিয়ার টিমের সদস্য ইমরান, ইফরানুল হক, সিফাত ও অর্ণব। উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন একটি গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়। এটি বার্মিজ পাইথন বা অজগর সাপ। বৈজ্ঞানিক নাম পাইথন বিভিটাটাস এবং তা বিষধর নয়। রেসকিউ টিমের সদস্য জাহিদুল আলম বলেন, কলোনির বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। এরপর আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারের পর নির্জন এক পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা...
বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা: মেহরাব সিফাত
মাদারীপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বায়ক মেহরাব সিফাত বলেছেন, আমরা ২৪-এর ছাত্র-জনতা ড. ইউনূসের উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি, তা পূরণ করতে সে প্রতিজ্ঞাবদ্ধ। তাও যদি বৈদেশিক চক্রের কোন ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোন চাপের মধ্যে তাকে পদত্যাগ করানোও হয় ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। কিন্তু তার থেকেও সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে ছাত্র-জনতা এবার একবারে বিপ্লবী সরকার গঠন করবে। ড. ইউনূসকে জোর করে কোন ধরনের চাপ সৃষ্টি করা হলে ছাত্র-জনতাকে সেই দায় নিতে হবে। নতুন রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গঠন করে নতুনের রাজত্ব কায়েম করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ দেশকে ছাড়বে ছাত্র-জনতা। শুক্রবার (২৩ মে) রাত ১০ টার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর