দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৪ মে) দুপুরে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। জানা যায়, তৌফিকা করিমের বিরুদ্ধে ৫৬ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে তার বিরুদ্ধে ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ এনেছে সংস্থাটি। এদিকে, দুদকের আবেদনে এলজিইডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।...
তৌফিকা করিমের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক

ভিপি নুরের বক্তব্য নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকিস্বরূপ বক্তব্য দিয়েছেন। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। শনিবার (২৪ মে) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২২ মে ২০২৫ তারিখে এক গণজমায়েতে ভিপি নুর বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ঐ যাত্রাবাড়ীতে যেভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ঠিক সেভাবেই ঝুলিয়ে দেওয়া হবে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের প্রতি এ ধরনের বক্তব্য শুধু...
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
একনেক বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকটি শুরু হয়। এদিন বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। পরবর্তীকালে রুদ্ধদ্বারবৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এসব কথা বলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই অনির্ধারিত বৈঠকটি শুরু হয়। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এদিন দুপুর ২টার একটু পর বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জরুরি কাজ থাকায় তিনি বের হয়ে এসেছেন বলে...
এইচএসসি পরীক্ষা নিয়ে ৩৩ দফা নির্দেশনা জারি
অনলাইন ডেস্ক

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। শনিবার (২৪ মে) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে প্রতি ২০ পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থাসহ বিভিন্ন নির্দেশনার কথা জানানো হয়েছে। আর এসব নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে বাস্তবায়নের জন্যও বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর