সিলেটের কানাইঘাট উপজেলার লুভাছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে। আজ শনিবার (২৪ মে) সকালে সীমান্তে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। বিজিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। শনিবার সকালেই বিএসএফ কোনো এক সময় তাদের সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়। বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, সকালে বিজিবি আমাদেরকে বিষয়টি জানিয়েছে। আটককৃতরা বর্তমানে লুভাছড়া বিজিবি ক্যাম্পে রয়েছে। বিজিবি কর্তৃক হস্তান্তরের পর তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে চলতি মাসের...
এবার সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে দিলো বিএসএফ
অনলাইন ডেস্ক

বিএনপি নেতাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাটোরে ঝাড়ু মিছিল
নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে নাটোরে ব্যতিক্রমধর্মী ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ মে) বিকেলে শহরের আলাইপুর নেসকো অফিসের সামনে থেকে শুরু হয়ে এই ঝাড়ু মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ নেন- সহস্রাধিক নারী, যাদের অধিকাংশই জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মী। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মহিলা দলের নাটোর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হক, সাধারণ সম্পাদক রুপালি বেগম, সহ-সভাপতি সুফিয়া বেগ, মায়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরও পড়ুন মুন্নি সাহা ও তার সঙ্গীদের ৩৫টি ব্যাংক...
পাট ক্ষেতে অভিনব পদ্ধতিতে দম্পতির গাঁজা চাষ, অতঃপর...
নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে পাট ক্ষেতে কৌশলে গাঁজার চাষ করে আসছিলেন বশির উদ্দিন ও চম্পা বেগম নামে এক দম্পতি। শনিবার (২৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বড়িয়া গ্রামে যৌথ অভিযানে স্ত্রী চম্পা বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন। তারা একই গ্রামের বাসিন্দা। অভিযানে চম্পা বেগমের বাড়ি থেকে ৫০৫ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পাট চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গাঁজা উৎপাদন করে স্থানীয়ভাবে তা বিক্রি করতেন, যা এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করে ফেলছিল। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পাট ক্ষেতে অভিনব পদ্ধতিতে গাঁজার চাষ ও...
ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা স্কাউটসের আয়োজনে জেলা প্রশাসকের মাল্টিপারপাস হলরুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ইশরাত ফারজানা। এসময় দিনাজপুর অঞ্চল স্কাউটস এর কমিশনার আক্তারুজ্জামান সাবু, ঠাকুরগাঁও জেলা স্কাউটস এর সাধারণ সম্পদাক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশ স্কাউটস (দিনাজপুর-ঠাকুরগাঁও) অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, দিনাজপুর অঞ্চল স্কাউটস এর সহসভাপতি মুহম্মিফ জালাল উদ্দীন,জেলা স্কাউটের সহকারী কমিশনার সাধারণ সম্পাদক স্বপন বক্তব্য দেন। এছাড়াও ওয়ার্কশপে স্কাউটস এর বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা জেলায় স্কাউটস এর কার্যকলায় আরো বেগবান করার লক্ষে গুরুত্বকপূর্ণ আলোচনা করেন। সেই সাথে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর