যথাযথ সাংবাদিক উপস্থিত না থাকায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বাংলা একাডেমি সংস্কার বিষয়ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে নির্ধারিত সময় দুপুর ২টায় মাত্র ৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এরপর আরও সাংবাদিকদের অপেক্ষায় দেড় ঘণ্টা সময়ক্ষেপণ করা হয়। শেষ পর্যন্ত নতুন কোনো সাংবাদিক না আসায় সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় হলে বারবার সভাকক্ষে এসে সাংবাদিকদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন মন্ত্রণালয় ও বাংলা একাডেমির কর্মকর্তারা। দুপুর আড়াইটায় মহাপরিচালক উপস্থিত সাংবাদিকদের জানান, সংবাদ সম্মেলন শুরু হবে বিকেল ৩টায়। তবে নির্ধারিত সময়েও উপস্থিতি...
সাংবাদিক না থাকায় ফের স্থগিত উপদেষ্টা ফারুকীর সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক

টানা ৫ দিন বৃষ্টি থাকবে যেসব অঞ্চলে
অনলাইন ডেস্ক

বাংলাদেশে আগামী পাঁচদিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসব এলাকায় আগামী বুধবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শনিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে বলেন, দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রোববার (২৫ মে): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে। সোমবার (২৬ মে): রংপুরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অন্যান্য বিভাগেও কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি...
নির্বাচন নির্ধারিত সময়ের—না আগে, না পরে; রোডম্যাপ শিগগিরই: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

কিছু অযৌক্তিক দাবি তুলে আন্দোলনের নামে প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে আন্দোলনকারীরা। এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ। নিউজ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচন হবে নির্ধারিত সময়ের মধ্যেনা এর আগে, না পরে। প্রধান উপদেষ্টার ঘোষণানুযায়ী, ডিসেম্বরের আগে নয় এবং জুনের পরেও নয়এই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন নানা দাবি নিয়ে আন্দোলনে নামছে বিভিন্ন পেশাজীবী ও শ্রেণিপেশার মানুষ। স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনসহ প্রায় সবখাতেই...
ঢাকায় পৌঁছেছে জুলাই আন্দোলনে শহীদ হাসানের মরদেহ
অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দীর্ঘ চিকিৎসার পর মৃত্যুবরণ করা জুলাই আন্দোলনে শহীদ মো. হাসানের মরদেহ আজ বাংলাদেশ বিমানযোগে ঢাকায় পৌঁছেছে। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মরদেহবাহী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি ইমরান। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, যিনি ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং হাসান পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, শহীদ হাসান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অবদান স্মরণীয় রাখতে এবং পরিবারকে সহায়তা করতে রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। মরদেহ গ্রহণকালে শহীদের পরিবার ব্যাংককে চিকিৎসাকালীন সময়ে রাষ্ট্রীয় সহায়তা ও সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৪...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর