দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, সংস্কার, বিচার, নির্বাচন কমিশন পুনর্গঠনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক দীর্ঘ চিঠি দিয়েছে বিএনপি। শনিবার (২৪ মে) বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি গণমাধ্যমের হাতে আসে। এতে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে বিএনপি। একইসঙ্গে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার বক্তব্য ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া সরকারকে শিগগিরিই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর বিএনপির চিঠিতে যা বলা হয়েছে - দীর্ঘ প্রায় ১৬...
প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে যা বললো বিএনপি
অনলাইন ডেস্ক

নির্বাচন নিয়ে তিন দলকে প্রধান উপদেষ্টার স্পষ্ট বার্তা, সমর্থন জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেইনির্ধারিত সময়েই হবে ভোট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এই সময়সীমা তিনটি রাজনৈতিক দলকেই জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাতে (২৪ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেক দলকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচন সময়মতোই হবেনা আগে, না পরে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, তিনটি দলকেই প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার এ সময়সূচিকে সমর্থন জানিয়েছে। এর আগে আন্দোলন, দাবি এবং...
টানা ৫ দিন বৃষ্টি থাকবে যেসব অঞ্চলে
অনলাইন ডেস্ক

বাংলাদেশে আগামী পাঁচদিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসব এলাকায় আগামী বুধবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শনিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে বলেন, দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রোববার (২৫ মে): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে। সোমবার (২৬ মে): রংপুরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অন্যান্য বিভাগেও কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি...
নির্বাচন নির্ধারিত সময়ের—না আগে, না পরে; রোডম্যাপ শিগগিরই: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

কিছু অযৌক্তিক দাবি তুলে আন্দোলনের নামে প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে আন্দোলনকারীরা। এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ। নিউজ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচন হবে নির্ধারিত সময়ের মধ্যেনা এর আগে, না পরে। প্রধান উপদেষ্টার ঘোষণানুযায়ী, ডিসেম্বরের আগে নয় এবং জুনের পরেও নয়এই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন নানা দাবি নিয়ে আন্দোলনে নামছে বিভিন্ন পেশাজীবী ও শ্রেণিপেশার মানুষ। স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনসহ প্রায় সবখাতেই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর