ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলীয় মুখ্যসংগঠক সারজিস আলম। তিনি বলেন, যে নির্বাচন অবৈধ বলে বিএনপি বারবার বলে এসেছে, সেই নির্বাচনে মেয়র হতে চাওয়া কীভাবে বৈধ হয়? সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে ইশরাক হোসেনের প্রতি তার শ্রদ্ধা আছে এবং তাকে একজন আপোষহীন রাজনীতিক হিসেবেই চিনতেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইশরাকের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পোস্টে সারজিস আলম লেখেন, বিএনপি অসংখ্যবার বলেছেগত তিনটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ ও অবৈধ। তাহলে সেই নির্বাচনের মেয়র ইশরাক ভাই কিভাবে হতে চান? সেটা তো নির্বাচনকে বৈধতা দেওয়ার...
ইশরাকের মেয়র হতে চাওয়ার যৌক্তিকতা নিয়ে সারজিসের পোস্ট
অনলাইন ডেস্ক

আদালত-ইসিকে জিম্মি করে মেয়র হওয়ার শখ ক্যান: হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, স্থানীয় সরকার নির্বাচন দেন, বৈধ নির্বাচনের মাধ্যমে বৈধভাবে নির্বাচিত হয়েই মেয়রের দায়িত্ব গ্রহণ করুন। সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা দেন। এমন এক সময় এ পোস্ট দিলেন হান্নান মাসউদ, যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে নগরভবন অবরুদ্ধ রয়েছে। হান্নান মাসউদ লেখেন, অবৈধ নির্বাচনের পর আদালত আর নির্বাচন কমিশনকে জিম্মি করে অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ ক্যান। তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, স্থানীয় সরকার নির্বাচন চাই। আরেকটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদকে অসম্মান করা হচ্ছে- এমন একটা ছবি পোস্ট করে হান্নান মাসউদ লেখেন, যাদের কারণে আজ...
ফারিয়াকে গ্রেপ্তার বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত
অনলাইন প্রতিবেদক

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারে সরকারের কঠোর সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই গ্রেপ্তারকে বিচার না বলে শেখ হাসিনার সময়কালে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়ার বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি। সোমবার (১৯ মে) এক ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত লেখেন, ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। এর আগে...
নুসরাত ফরিয়াকে গ্রেপ্তার নিয়ে ফেসবুকে যা জানালেন রাশেদ খান
অনলাইন ডেস্ক

নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেছেন, নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। সোমবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু? নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি আরও লেখেন, ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেখানে স্বয়ং নসরুল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর