জো বাইডেন ক্যানসারের বিরুদ্ধে দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে লড়বেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার (১৮ মে) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি এ কথা বলেন। খবর এএফপি নিউজের। ওবামা বলেন, ক্যানসারের সব ধরনের চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে জো বাইডেনের চেয়ে বেশি কেউ কাজ করেননি। আমি নিশ্চিত, তিনি এই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তার পরিচিত সেই অটল সংকল্প ও মর্যাদার সঙ্গে। আমরা তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করি। এর আগে, হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেনের শরীরে ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরন শনাক্ত হয়েছে। ৮২ বছর বয়সী বাইডেনের মূত্রজনিত সমস্যার কারণে গত সপ্তাহে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তার ক্যানসার ধরা পড়ে। উল্লেখ্য, বহু বছর ধরে বাইডেন ক্যানসার গবেষণার পক্ষে কাজ করে আসছেন। ২০২২...
জো বাইডেনের ক্যানসার আক্রান্তের খবরে যা বললেন বারাক ওবামা
অনলাইন ডেস্ক

হজযাত্রীদের নতুন করে যে পরামর্শ দিলো সৌদি আরব
অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে জমায়েত হওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের উচ্চ তাপমাত্রা থেকে সুরক্ষায় নিয়মিত ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াপরামর্শ দেওয়া হয়েছে যে, তারা যেন পর্যাপ্ত পানি পান করেন। মন্ত্রণালয় জানিয়েছে, হজের সময় ছাতা একটি গুরুত্বপূর্ণ ছায়ার উৎস হিসেবে কাজ করে, যা হিটস্ট্রোক বা তাপজনিত সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা পেতে ছাতা অত্যন্ত কার্যকরএতে ৬৪% থেকে ৯২% পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়। এছাড়া ছাতার ছায়ায় আশপাশের বাতাসের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যা মক্কা ও আশপাশের পবিত্র এলাকাগুলিতে হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য অপেক্ষাকৃত শীতল পরিবেশ তৈরি করে। আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা যেন পর্যাপ্ত...
‘তারা কোনো স্থায়ী শান্তি চায় না’

গাজায় ইসরায়েলের সম্প্রসারিত স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক। স্থানীয় সময় রোববার (১৮ মে) এক লিখিত বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলোচনার প্রক্রিয়া চলাকালীন সময়ে ইসরায়েলের এই আক্রমণ প্রসারিত করা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সমস্ত প্রচেষ্টাকে দুর্বল করে। বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন হামলা ইসরায়েলের প্রকৃত অভিপ্রায় স্পষ্ট করে দিয়েছেতারা কোনো স্থায়ী শান্তি চায় না। তুরস্ক অবিলম্বে যুদ্ধবিরতি, গাজার বিভিন্ন অঞ্চলে চলমান সামরিক অভিযান বন্ধ এবং মানবিক সহায়তা প্রবেশে বাধাহীন সুযোগ সৃষ্টির আহ্বান পুনর্ব্যক্ত করেছে। আঙ্কারা আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানিয়েছে যাতে তারা তাদের আইনি ও মানবিক দায়িত্ব অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেয়।...
গাজায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে ইসরায়েল
অনলাইন ডেস্ক

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রোববার (১৮ মে) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে স্থল হামলা শুরু হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে। প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, স্থল হামলায় সহযোগিতা ও হামাসের পাল্টা হামলা প্রতিহতে গত এক সপ্তাহে তাদের বিমানবাহিনী হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাংক বিধ্বংসী সাইট। এখন পর্যন্ত হামাসের কয়েক ডজন সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা। এছাড়া গাজার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর