ফ্লাই জিন্নাহর পর ঢাকা-করাচি রুটে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়ালকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করে বেবিচকের দায়িত্বশীল সূত্র। সূত্রে জানা যায়, তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী জিএসএ নিয়োগ করে ফ্লাইটের স্লটের জন্য আবেদন করবে তারা। শুধু পাকিস্তান নয়, এয়ার সিয়ালের মাধ্যমে পাকিস্তানে ট্রানজিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বাংলাদেশের যাত্রীরা। পাকিস্তানের সর্বশেষ রাষ্ট্রায়ত্ত সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। কিন্তু যাত্রীসংখ্যা কমে যাওয়া ও আর্থিক ক্ষতির অজুহাতে ওই বছরই পিআইএ রুটটি বন্ধ করে দেয়। ২০১৫ সালে জাল মুদ্রা...
পাকিস্তানের আরেক এয়ারলাইনস পেলো বাংলাদেশে ফ্লাইটের অনুমতি
অনলাইন ডেস্ক

সাড়ে দশ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
অনলাইন প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আমলে তথা ২৯ জানুয়ারি ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ পর্যন্ত সারাদেশে সাড়ে ১০ হাজার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত সারাদেশে ১০ হাজার ৫০৬টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্ব স্ব জেলা ম্যাজিস্ট্রেটকে পত্র মারফত মামলার নম্বর উল্লেখ করে জেলা পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। গাণমাধ্যমকে ওই আরও কর্মকর্তা জানান, জেলা ম্যাজিস্ট্রেটকে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় উক্ত মামলাগুলো...
দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই: খাদ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক

নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা নিজ-নিজ ঘর থেকে শুরু করার আহ্বান জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে। সোমবার (১৯ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের ৯ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সবার প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। অর্থাৎ খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত যে কেউ খাদ্যকে অনিরাপদ করতে পারেন। অনিরাপদ খাদ্য সবসময়ই শরীরের সুস্থতার জন্য হুমকিস্বরূপ। নিরাপদ খাবারের ব্যাপারে সচেতনতার বিকল্প নেই। আর এই সচেতনতা শুরু করতে হবে নিজ-নিজ ঘর থেকে। নিরাপদ খাদ্য নিশ্চিতে মাত্রই আমরা কার্যক্রম শুরু করেছি, কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর। তিনি...
দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্বের আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি চলছে। সোমবার (১৯ মে) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারবো।’ আলী রিয়াজ আরও বলেন, ‘জাতীয় ঐকমত্য গঠনের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগের অংশীদার প্রত্যেকে। সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে লক্ষ্য অর্জন সম্ভব বলে আশা করি।’ news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর