পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল ও পদোন্নতির অংশ হিসেবে দেশের ১০ জন পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে আরও সাত পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন: মো. জান্নাতুল হাসান পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি মো. শাহাব উদ্দীন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (পূর্বে ছিলেন পাকশী রেলওয়ে পুলিশ) আতিয়া হুসনা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পূর্বে ছিলেন এআইজি, পুলিশ অধিদপ্তর) শাহ মমতাজুল ইসলাম রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (পূর্বে ছিলেন পিবিআই) আ স ম শামসুর রহমান ভূঁইয়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (পূর্বে ছিলেন ডিএমপি) মোহাম্মদ মনিরুল ইসলাম...
১০ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি
প্রেস বিজ্ঞপ্তি

টিকিট ছাড়াই বিমানে চড়ার শখ জেগেছিল এই যাত্রীর, অতঃপর ধরা
নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে টিকিট ছাড়া এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠার সময় ধরা পড়েছেন। আজ সোমবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ৪৩৭) কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তিনি। পরবর্তীকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার হন। আরও পড়ুন কোরবানিতে পশু জবাই ও মাংস কাটার ভোগান্তি লাঘব হবে নগরবাসীর...
এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে, নুসরাত ইস্যুতে এনসিপি
নিজস্ব প্রতিবেদক

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে। সোমবার (১৯ মে) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়। এনসিপি বিবৃতিতে বলেছে, ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এনসিপি মনে করে এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে। অথচ আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলতি মাসেই কোনোরকম বাধাবিপত্তি ছাড়াই দেশত্যাগ করেছেন। তারা আরও জানায়, অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন...
সামাজিক নিরাপত্তায় আর্থিক সহায়তা দিতে জনপ্রতিনিধির বিকল্প নেই: পরিকল্পনা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

বড় কোনো প্রকল্প নেওয়া হবে না উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তায় আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় সরকার এবং গণপ্রতিনিধিত্ব বা জনপ্রতিনিধির বিকল্প নেই। একই সঙ্গে স্থানীয় উন্নয়নের জন্য স্থানীয়দের সঙ্গে পরামর্শ করা না হলে এর সুফল পাওয়া যায় না। এ ক্ষেত্রেও সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধির বিকল্প নেই। সাংস্কৃতিক দিক দিয়ে একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য যেসব সংস্কার প্রয়োজনা শুধু সেটুকু করেই নির্বাচন দেওয়া হবে। সোমবার (১৯) বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা সর্ম্পকে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে তিনি এই মতবিনিময়সভা করেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর