দেশের ১৭ জেলায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সর্তকতাও জারি করেছে সংস্থাটি।সোমবার (১৯ মে) রাত ১০টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। পাশাপাশি বজ্রপাতের সময় কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শও দিয়েছে আবহাওয়া অফিস। পরামর্শগুলো হচ্ছে- ১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন। ২. জানালা ও দরজা বন্ধ রাখুন। ৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন। ৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন। ৫. গাছের নিচে আশ্রয় নেবেন না। ৬. কংক্রিটের...
১৭ জেলায় বজ্রপাতের পূর্বাভাস, যে ৯ পরামর্শ আবহাওয়া অফিসের
অনলাইন ডেস্ক

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর: শ্রম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম খাত ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। সোমবার (১৯ মে) উপদেষ্টার সাথে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার তার সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রের সাথে একাধিকবার বৈঠক করেছে। সরকার ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি এর সাথে জাতীয় ও সেক্টরাল পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলোকে...
ভোটার হওয়া নিয়ে বড় সুখবর পেলেন প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশিদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে। নির্বাচন কমিশনের (ইসি) লক্ষ্য, প্রবাসীরাও যেন এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেই লক্ষ্যে এরই মধ্যে বেশ অগ্রগতিও অর্জন করেছে সংস্থাটি। এর অংশ হিসেবে ইতোমধ্যে সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ১৯ হাজারের বেশি প্রবাসীকে ভোটার হিসেবে চূড়ান্ত করেছে ইসি। এছাড়া তদন্তাধীন রয়েছে- আরও প্রায় একই পরিমাণ নাগরিকের আবেদন। এমনকি নতুন আরও আবেদনও আসছে প্রতিদিন। আজ সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি জানান, সাতটি দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে তদন্ত শেষে ১৯ হাজারের বেশি নাগরিকের আবেদন অনুমোদন পেয়েছে। তারা ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে, কারণ...
এনবিআরে কলম বিরতি ‘আপাতত’ স্থগিত, কাল বৈঠক
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে চলমান কলম বিরতি কর্মসূচি আগামীকাল মঙ্গলবার স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (১৯ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা এ ঘোষণা দেন। আগামীকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ কারণে আগামীকাল কলম বিরতি কর্মসূচি এক দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে জানান তারা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে আয়কর ও শুল্কের ১০-১২ জন কর্মী অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে এনবিআরের কর বিভাগের উপকমিশনার সাইফুর রহমান ও শুল্ক ক্যাডারের উপকমিশনার ইমাম গাজ্জালি বক্তব্য দেন। গাজ্জালি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় এ আলোচনা হওয়ার কথা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর