সরকারি সড়কের পাশে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে অডি, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ভলভো ও টয়োটাসহ বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের গাড়ি। দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়িগুলোর মালিকানা নিয়ে রয়েছে রহস্য। মূলত এ রহস্য উন্মোচনে গতকাল সোমবার (১৯ মে) তেজগাঁও বাণিজ্যিক এলাকায় দুদকের প্রধান কার্যালয় থেকে ওই অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। অবৈধ পন্থায় শুল্কমুক্তভাবে কারনেট সুবিধা সংবলিত গাড়ি আনয়ন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। দুদক জানায়- অভিযানকালে দেখা যায়, অডি, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ভলভো ও টয়োটাসহ বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের গাড়ি সরকারি রাস্তার পাশে লাল কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা...
এখনো রাস্তায় পড়ে আছে দামি ব্রান্ডের গাড়িগুলো, মালিক কে?
নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর: শ্রম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম খাত ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। সোমবার (১৯ মে) উপদেষ্টার সাথে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার তার সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রের সাথে একাধিকবার বৈঠক করেছে। সরকার ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি এর সাথে জাতীয় ও সেক্টরাল পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলোকে...
সরকারি করা হলো আরও তিনটি স্কুল
অনলাইন ডেস্ক

দেশের আরও তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে গত দুই মাসে ৮টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো। সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে মাধ্যমিক বিদ্যালয় তিনটি সরকারি করার কথা জানানো হয়। সরকারি হওয়া স্কুল তিনিটি হলো খুলনার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ফুলতলা উপজেলাধীন আলীম ঈস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় ও নরসিংদী জেলার সদর উপজেলাধীন ইউ এম সি আদর্শ বিদ্যালয়। এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না। এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী...
ভোটার হওয়া নিয়ে বড় সুখবর পেলেন প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশিদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে। নির্বাচন কমিশনের (ইসি) লক্ষ্য, প্রবাসীরাও যেন এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেই লক্ষ্যে এরই মধ্যে বেশ অগ্রগতিও অর্জন করেছে সংস্থাটি। এর অংশ হিসেবে ইতোমধ্যে সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ১৯ হাজারের বেশি প্রবাসীকে ভোটার হিসেবে চূড়ান্ত করেছে ইসি। এছাড়া তদন্তাধীন রয়েছে- আরও প্রায় একই পরিমাণ নাগরিকের আবেদন। এমনকি নতুন আরও আবেদনও আসছে প্রতিদিন। আজ সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি জানান, সাতটি দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে তদন্ত শেষে ১৯ হাজারের বেশি নাগরিকের আবেদন অনুমোদন পেয়েছে। তারা ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে, কারণ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর