ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল। এদিকে সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলা ভবনের মূল ফটক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ফটকে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বেলা পৌনে ১১টায় কালো ব্যাজ পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের কেন্দ্রীয়, মহানগর, রাজধানীর বিভিন্ন ইউনিট এবং ঢাবি শাখার নেতাকর্মীরা। এ সময় সাম্য হত্যার বিচার দাবিসহ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারী নেতাকর্মীরা।...
ঢাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, চলছে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
অনলাইন ডেস্ক

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ এবং এখন টেলিভিশনের মোঃ বাইজীদ হোসেন সাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজবৃহস্পতিবার (১৫ মে) কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫- এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্য দিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (ডেইলি সান), অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা) এবং পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলোর রাকিবুল...
সাম্যের হত্যাকারীদের শাস্তির দাবিতে রাবি ছাত্রদলের কালো ব্যাচ ধারণ
রাজশাহী প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। news24bd.tv/FA
সাম্যর জন্য শোক, ঢাবিতে অর্ধবেলা ক্লাস-পরীক্ষা বন্ধ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের ঘটনায় অর্ধবেলা ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস পরীক্ষা না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। ঘটনা তদন্তে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বলছেন নিরাপদ ক্যাম্পাস চান তারা। একইসাথে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর দাফন সম্পন্ন হয়েছে। সাম্যের জানাজায় মানুষের ঢল নামে। মাঠের আনাচে-কানাচে মানুষে ভরে যায়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর