রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় একজন নিহত হয়েছেন। অপরজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৬টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব (২৮)। তিনি ভোলা জেলার দুলারহাট উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। এছাড়া মিলন (৩৫) নামে আরেক ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয়সূত্রে জানা যায়, ভোর ৬টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিল। এ সময় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘেরাও করে আটক করে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। গণপিটুনিতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করে। এ বিষয়ে তেজগাঁও...
রাজধানীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
নিজস্ব প্রতিবেদক

দেড় কোটি টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার চুরি, সেই কেয়ারটেকার গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার ও ৭ হাজার ডলার চুরির ঘটনায় বাসার কেয়ারটেকার মো. উজ্জ্বলকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সদর থানার মৌবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সী প্যালেলের মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিন ভূঁইয়া গত ১০ মে হাতিরঝিল থানায় অভিযোগ করে বলেন, বাসার কেয়ারটেকার মো. উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০...
তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৫ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত। news24bd.tv/এআর
সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।এই উচ্ছেদ অভিযান ভেঙে ফেলা হয়েছে অস্থায়ীসহ স্থাপনা। সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন সব দোকানপাট গুড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। এসময় ব্যবসায়ীরা তাদের কিছু জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। অভিযানে বিপুল সংখ্যক আনসার সদস্য, পুলিশ এবং উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর