দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস), নতুন এ দাম শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ১৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস আরও জানায়, স্বর্ণের...
স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরি কত?
অনলাইন ডেস্ক

সর্বজনীন পেনশন স্কিমে আরও ১২ ব্যাংকের সমঝোতা সই
অনলাইন ডেস্ক

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও চাঁদার টাকা সংগ্রহের লক্ষ্যে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ২৪। বৃহস্পতিবার (১৫ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। পর্যায়ক্রমে দেশীয় মালিকানাধীন সব ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ নেয়া হবে বলে জানায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। নতুন করে এমওইউ সই করা ১২টি ব্যাংক হলো: এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব...
হুমকিতে দেশীয় কাগজশিল্প
*ব্যাপকভাবে রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার *বন্ধ হয়ে গেছে ৮০টি কাগজ মিল *এক লাখ কোটি টাকা বিনিয়োগ ঝুঁকিতে *শুল্ক সুবিধা প্রত্যাহারের প্রস্তাব বিপিএমএর
নিজস্ব প্রতিবেদক

শুল্কমুক্ত বন্ড সুবিধা নিয়ে বিদেশ থেকে পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য কাগজ আমদানিতে ফায়দা নিচ্ছে অসাধু চক্র। মুদ্রণশিল্পের কাঁচামালের সুবিধা পাওয়া এই আমদানি পণ্য খোলাবাজারে বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তবু বেশি মুনাফার আশায় খোলাবাজারে এই আমদানি করা কাগজ বিক্রি করে আসছে চক্রগুলো। এতে হুমকির মুখে পড়ছে দেশীয় কাগজশিল্পের অস্তিত্ব। আমদানির সুযোগ নিয়ে বিপুল পরিমাণ মুদ্রা বিদেশে চলে যাওয়ার পাশাপাশি ব্যাপকভাবে রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে এসব তথ্য তুলে ধরে আমদানিতে শুল্ক সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছে বাংলাদেশ পেপার মিল অ্যাসোসিয়েশন (বিপিএমএ)। সংগঠনটির পক্ষে এর আগে শিক্ষা উপদেষ্টার কাছে দেওয়া আবেদনে বলা হয়, দেশি কাগজ কলগুলোর চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশ...
বাজারই ঠিক করবে ডলারের দাম: গভর্নর
অনলাইন ডেস্ক

এখন থেকে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ করবে বাজার, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন। গভর্নর বলেন, আশা করছি, বিনিময় হার এখনকার দামের আশপাশেই থাকবে। বাজারভিত্তিক বিনিময় হার কার্যকরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বাংলাদেশের কয়েক মাসের দরকষাকষির পর এই সিদ্ধান্ত এলো। এর আগে আইএমএফ মুদ্রানীতিতে নমনীয়তা না আনায় ঋণের কিস্তি আটকে রেখেছিল। তবে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে আইএমএফ চলমান ৪৭০ কোটি ডলারের ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় দিতে সম্মত হয়েছে। আহসান এইচ মনসুর বলেন, এখন বাজারভিত্তিক বিনিময় হার চালুর জন্য উপযুক্ত সময়। কারণ, প্রবাসী আয় ইতিবাচক, রিজার্ভ স্থিতিশীল এবং লেনদেন ভারসাম্যে উন্নতি হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর