রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরার বিখ্যাত আম এবার ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছাবে সরাসরি চাষিদের হাত থেকে। বাংলাদেশ ডাক বিভাগের বিশ্বস্ত নেটওয়ার্ক ও পরিবহন সুবিধা ব্যবহার করে কওমি তরুণ উদ্যোক্তাদের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রতিদিন ঢাকায় পৌঁছবে প্রায় ৪ হাজার কেজি আম, যা গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব। উদ্বোধনী বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডাক বিভাগকে আমরা কেবল চিঠিপত্র পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ রাখছি না, বরং সাপ্লাই চেইন সক্রিয় করতে এর বিশাল অবকাঠামো ব্যবহার করছি। দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষক ও ক্ষুদ্র...
ডাক বিভাগের সহায়তায় ঢাকায় পৌঁছাবে রাজশাহীর আম
নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল নেতার মাথায় ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতার নাম মো. রাব্বী (২৩)। তিনি মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নগরীর কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউজ রোড এলাকার বাসিন্দা মো. আব্দুর রউফের ছেলে। এ ঘটনায় আহত রাব্বী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে রাব্বী উল্লেখ করেন, ঘটনার সময় তিনি বাকৃবি ১ নম্বর গেট এলাকায় বসে ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ছাব্বির (২৩) নামের এক যুবক তার ওপর চড়াও হন এবং মাথায় ছুরিকাঘাত করেন। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন জানান, রাব্বী স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম...
কালীগঞ্জে পাওয়ার টিলার ও ভ্যান সংঘর্ষ, নারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পাওয়ার টিলার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক সুমন হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বারবাজার-হাকিমপুর সড়কের গলাকাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার খাতুন উপজেলার হাসিলবাগ গ্রামের আবুল কাশেমের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাসিলবাগ গ্রাম থেকে ভ্যানটি বারোবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বারবাজার গলাকাটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচলী বোঝাই পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার ওপর পড়ে যান ভ্যানচালক ও ভ্যানে থাকা ওই নারী যাত্রী। এ সময় ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাকারিয়া মাসুদ বলেন, খবর পেয়ে...
প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশন, বিয়ের দাবি
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্তও ওই প্রেমিকা কলেজছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। এর আগে গত রোববার সকাল থেকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে প্রেমিক রাজু আহম্মেদের (২০) বাড়িতে অনশন শুরু করে ওই প্রেমিকা। আর প্রেমিকা আসার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক রাজু। জানা যায়, এক বছর আগে ফেসবুকে পরিচয় হয় তাদের। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রেমিকা ওই ছাত্রীর সাথে বিভিন্ন জায়গায় দেখা করেন রাজু। একপর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা বলে দাবি করছে। কিন্তু রাজু আহম্মেদ ও তার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় অনশন শুরু করেছে ওই প্রেমিকা। মেয়েটি বলে, আমার সাথে রাজুর অনেক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত