গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার জানান, দুপুর আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে এ কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, সোমবার (১৯ মে) সকালে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারাজানা হক। তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করা হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। এর আগে রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা...
কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া
অনলাইন ডেস্ক

হঠাৎ থেমে গেল ব্যান্ড ‘কাকতাল’, নেপথ্যে কী
অনলাইন ডেস্ক

চার বছর ধরে সংগীতচর্চার পর হঠাৎ করেই সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড কাকতাল। শনিবার (১৮ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্ট শেষে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ব্যান্ডটি এ সিদ্ধান্তের কথা জানায়। ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, গান তৈরির যে মানসিক শান্তির খোঁজে তারা যাত্রা শুরু করেছিল, তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বরং ব্যান্ড পরিচালনাই এখন তাদের জন্য একধরনের মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছে। সেই চাপ থেকে মুক্তি পেতেই আপাতত থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফেসবুক পোস্টে ব্যান্ডটি লেখে, যে শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন হারিয়ে যেতে বসেছে। তাই এখন এই পথচলার ইতি টানার সময় এসেছে। আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই। ব্যান্ডের ম্যানেজার জাবেদ আহমেদ জানিয়েছেন, মূল...
বিরক্ত পরীমণি, আড়াল করতে চান নিজেকে
অনলাইন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি। কিছুদিন পর পরই প্রেম, বিয়ে, বিচ্ছেদ তো বটেই, কখনো অনিয়ন্ত্রিত মেজাজ চালচলনের কারণেও সমালোচনায় আসেন এই নায়িকা। তবে পরীর ভক্তদের অনেকেই মনে করেন, পরীমণি কখনো নিজের মেজাজ হারালেও আদতে পরে সেসব তিনি উপলব্ধি করতে পারেন। পরীমণি নিজেও সেটি অনুধাবন করেছেন হয়তো! আর তাকে নিয়ে সমসাময়িক সকল বিতর্ক কিংবা ঝামেলা এখন বিরক্ত হয়ে দাঁড়িয়েছে নায়িকার জন্য। জানালেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি। শুক্রবার (১৬ মে) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমণি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন তিনি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমণি বলেন, আর দশ জন মানুষের মতো আমারও রাগ,...
মেয়ের সঙ্গে আদালতে দেখা করতে পারেননি ফারিয়ার মা
নিজস্ব প্রতিবেদক

মেয়ে নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার মা ফেরদৌসী বেগম। সকাল ৮টার দিকে আদালত চত্বরে দেখা করতে গেলে মেয়ের দেখা পাননি তিনি। আদালতে তোলার সময় উপচে পড়া ভিড় দেখে তিনি আর আদালতের সামনে যাননি। বেলা ১১টার দিকে শুনানি শেষ হলে ফারিয়ার খোঁজ-খবর নেন আইনজীবীর মাধ্যমে। আদালত চত্বরে বিমর্ষ মুখে দেখা গেছে ফেরদৌসী বেগমকে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি। আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, ফারিয়া শারীরিক ও মানসিকভাবে ভালো আছে কিনা? আদালত সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়াকে আদালত থেকে আবারও জেলহাজতে নেওয়া হয়েছে। সেখানে নুসরাত ফারিয়া পানি পান করেন। পরে তাকে একটি প্রিজন ভ্যানে তোলা হয়। বেলা ১১টার দিকে প্রিজন ভ্যানটি ঢাকার সিএমএম আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশে ছেড়ে যায়। হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে আজ (১৯ মে)...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর