বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে নন্দীগ্রামের ভাটগ্রাম এলাকা থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নেতারা হলেননন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী (৪০), ভাটগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমিন (৪৫), নায়েব আলী (৪০) ও আবু সিদ্দিকী (৩৫)। তারা সবাই উপজেলার ভাটগ্রাম এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, এদের কারও বিরুদ্ধেই আগের কোনো রাজনৈতিক সহিংসতা বা আন্দোলন-সংক্রান্ত মামলা ছিল না, ফলে তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন। তবে নন্দীগ্রাম থানা পুলিশ নিশ্চিত করেছে যে, তাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।...
নন্দীগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

সাময়িক বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
অনলাইন ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে কিছু সময় বন্ধ থাকার পর আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (১৯ মে) বেলা পৌনে ২টা থেকে পুনরায় এই রুটে লঞ্চ সার্ভিস চালু করা হয়। এর আগে হঠাৎ করে পদ্মা নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) দুপুর ১টা ১০ মিনিট থেকে এই রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় আধা ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গে আবার লঞ্চ সার্ভিস চালু করা হয়। বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি লঞ্চ নিয়মিত চলাচল করছে বলেও জানান তিনি। স্থানীয়...
ঝুলিয়ে রেখে ফেলা হলো চলন্ত ট্রেন থেকে, জানা গেল ভাইরাল সেই ভিডিওর আসল ঘটনা
অনলাইন ডেস্ক

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। যেখানে দেখা যায়, এক ব্যক্তিকে ট্রেনের জানালা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে প্লাটফর্মে আসতেই তাকে ফেলে দেওয়া হলে তিনি চলে যান ট্রেনের নিচে।পরে অভিযোগ ওঠে, ওই ব্যক্তি ছিল মোবাইল চোর। তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। জানা গেছে, ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান (৪০)। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার নশরৎপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। মতিউর পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। দুই বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করছেন। ২০ দিন আগে বগুড়ার আদমদিঘী উপজেলার তালশান গ্রামের...
স্ত্রী-পুত্রসহ নিষিদ্ধ যুবলীগ নেতা রেন্টু চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশোর প্রতিনিধি

যশোর পৌরসভার সাবেক মেয়র এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগের জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার ওরফে রেন্টু চাকলাদার, স্ত্রী শামীমা শারমিন ও পুত্র সায়েদ আনাম চাকলাদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে যশোরের আদালত। সোমবার (১৯ মে) এই আদেশ দেওয়া হয়। সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তার বিরুদ্ধে এমন নির্দেশনা এলো যশোরে আদালত থেকে। news24bd.tv/আইএএম
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর