নারী সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ ২৬ মে। সোমবার (১৯ মে) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত ৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার এ রিট দায়ের করেন। রিটে কমিশনের সুপারিশ করা বিতর্কিত ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটকারী আইনজীবী রওশন আলি জানান, নারী সংস্কার কমিশন প্রতিবেদনের অন্তর্ভুক্ত এসব সুপারিশগুলো ইসলামী শরিয়তের বিধানের পরিপন্থি, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিট আবেদনে সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত এবং আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে তিনটি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের...
নারী সংস্কার কমিশন সংক্রান্ত রিটের আদেশ ২৬ মে
নিজস্ব প্রতিবেদক

আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত থাকবে
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এছাড়া তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ মে) সকালে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন। এর আগে, আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় ২২ এপ্রিল আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দিয়েছিলেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা...
এজলাসে দাঁড়িয়ে কেঁদে ফেললেন নুসরাত ফারিয়া, ছিলেন চুপচাপ
অনলাইন ডেস্ক

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) সকালে ঢাকার সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ৯টা ৫৮ মিনিটে পুলিশ প্রহরায় নুসরাত ফারিয়াকে হাজতখানা থেকে বের করা হয়। এসময় তার মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ানো ছিল। পায়ে হাঁটিতে তাকে আদালতের দোতলায় নেওয়া হয়। এরপর ১০টায় তার হেলমেট খুলে কাঠগড়ায় তোলা হয়। তখন সাদা মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। পুলিশের থেকে পানির বোতল নিয়ে পানি পান করেন। এরপর তিনি উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। ১০টা ৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তিনি ফিরে তাকান। এসময় সামনে ঘুরে কাঠগড়ার রেলিং এ দুই হাত রাখেন। আরও জানা যায়, ১০টা ৮ মিনিটে...
জাপাসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিকে এনসিপি নেতার আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে নির্বাচন কমিশন-ইসিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে এসব দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে। সোমবার (১৯ মে) এনসিপি কর্মী হিসেবে পরিচয় দেওয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এই নোটিশ পাঠান। আওয়ামী লীগ ছাড়া ১৪ দলীয় জোটের শরীক দলগুলো হলো, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন এবং কমিউনিস্ট কেন্দ্র। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে। এর আগে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর