পাকিস্তানের স্থায়ী মিশনের মানবাধিকার কাউন্সিলর সায়মা সেলিম এবার ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করা এবং কাশ্মীরসহ সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার (২৪ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক সভায় ভারতের বক্তব্যের জবাবে এ আহ্বান জানান তিনি। খবর জিও নিউজ। এক বক্তব্যে তিনি বলেন, ভারত বিভ্রান্তিকর তথ্য, অস্বীকার ও সত্য বিকৃতির আশ্রয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এসময় সায়মা সেলিম বলেন, কোনো বিভ্রান্তিই সত্যকে ঢেকে রাখতে পারবে না। ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে লিপ্ত হয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বিশ্বজুড়ে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা করেছে। আরও পড়ুন সন্দেহভাজন পাকিস্তানিকে হত্যা...
ভারতকে আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের
অনলাইন ডেস্ক

সন্দেহভাজন পাকিস্তানিকে হত্যা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর
অনলাইন ডেস্ক

সন্দেহভাজন পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শনিবার (২৪ মে) বিএসএফের এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। এসময় বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই পাকিস্তানিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর গুলি চালিয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, সীমান্তে দায়িত্বরত সৈন্যরা বারবার সতর্ক করার পরও ওই ব্যক্তি থামেননি। তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ করেছে বিসএসএফ। বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে থামার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করে তিনি এগিয়ে যেতে থাকেন। এই পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হন। পরে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। উল্লেখ্য, চার দিনের এক সংঘাত শেষে...
হজের জন্য সৌদি পৌঁছেছেন আট লাখ ২০ হাজার মুসল্লি
অনলাইন ডেস্ক

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পবিত্র হজে অংশ নিতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পৌঁছে গেছেন বিশ্বের আট লাখ ২০ হাজারের অধিক মুসল্লি। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আট লাখ ২০ হাজার ৬৮৫ জন এসে পৌঁছেছেন। যার মধ্যে সাত লাখ ৮২ হাজার ৩৫৮ জন গিয়েছেন আকাশপথে আর সীমান্ত ক্রসিং দিয়ে যান ৩৫ হাজার ৪৭৮ জন। এছাড়া সমুদ্র পথে দেশটিতে পৌঁছেছেন দুই হাজার ৮২২ জন। গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মুসল্লি। যার মধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েন। এতে প্রায় এক হাজার ৩০০ হাজির মৃত্যু হয়েছিল। হজের জন্য মুসল্লিরা যেন দ্রুত আসতে ও যেতে পারেন সেজন্য ২০১৮ সাল থেকে মক্কা রুট নামে একটি পোগ্রাম চালাচ্ছে সৌদি। এই পোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া,...
দুর্ভিক্ষের শঙ্কায় গাজা
অনলাইন ডেস্ক

দীর্ঘ দুই মাস সম্পূর্ণ বন্ধ থাকার পর খুব সীমিত পরিসরে গাজায় মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সেখানে তৈরি হতে পারে দুর্ভিক্ষের পরিস্থিতি। প্রায় ১১ সপ্তাহ পর গাজা উপত্যকায় আটকে থাকা মানুষের জন্য সহায়তা নিয়ে ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে সীমা অতিক্রম না করা গুরুত্বপূর্ণ। ইসরায়েল সরকারের কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট ইন দ্য টেরিটরিজ বলেছে, গাজার ইসরায়েল এবং মিসর সীমান্ত দিয়ে গত ২০ থেকে ২১ মে সময়ে মানবিক সহায়তা নিয়ে ১৯৮টি ট্রাক প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে ময়দা, শিশুদের খাবার, চিকিৎসা সামগ্রী এবং ওষুধ। যদিও এই ত্রাণ প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। গাজা উপত্যকায় এই মুহূর্তে মোট ২০ লাখ মানুষ বসবাস...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর