প্রযুক্তির বিকাশের ফলে মাঠের গিয়ে খেলার জায়গা দখল করেছে স্মার্টফোন ও কম্পিউটারে ভিডিও গেম। এই গেমিং ট্রেন্ড এখন আর কেবল তরুণদের মধ্যে সীমাবদ্ধ নয়সব বয়সের মানুষ এতে যুক্ত হচ্ছেন। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ৮৩.৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এখন কোনো না কোনোভাবে ভিডিও গেম খেলার সঙ্গে যুক্ত। এই হার বোঝায়, আজকের দিনে ইন্টারনেট ব্যবহার মানেই গেমিং জগতের সঙ্গে কমবেশি সম্পর্ক থাকা। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের শেষে গ্লোবাল গেমারের সংখ্যা পৌঁছবে প্রায় ৩৩২ কোটিতে। যা বিশ্বের মোট জনসংখ্যার এক বিশাল অংশ। ইন্টারনেটের সহজলভ্যতা, স্মার্টফোনের বিস্তার, সাশ্রয়ী ডেটা এবং মোবাইল গেম অ্যাপগুলোর জনপ্রিয়তা এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। বিশ্বের গেমারদের মধ্যে এশিয়া সবচেয়ে বড় বাজার হিসেবে...
ভিডিও গেমস খেলেন কত শতাংশ মানুষ, বিস্ময়কর সংখ্যা প্রকাশ
অনলাইন ডেস্ক

ফোনের গতি কমে গেলে বাড়ানোর উপায়
অনলাইন ডেস্ক

সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার করতে করতে অ্যানড্রয়েড ফোন এক সময় স্লো হয়ে যায়। আর স্পিড নিয়ে সমস্যা দেখা দিলেই অনেকেই নতুন ফোন কেনার কথা ভাবেন। যদি এই বিকল্পের কথা ভাবেন, তাহলে নিজের ভাবনা বদলে ফেলতে হবে। কেননা, এই প্রতিবেদনে এমন একটি কৌশলের কথা জানানো হবে, যার সাহায্যে একেবারে নতুন ফোনের মতোই ফাস্ট হয়ে যাবে ফোন। আসলে ফোন স্লো হয়ে যাওয়ার সবথেকে বড় কারণ হল, এর মধ্যে জমা হয় ক্যাশ ফাইলস। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোনে জমা হতে থাকে ক্যাশ ফাইলস। যার ফলে ফোনের পারফরম্যান্স খারাপ হয়ে যায়। এই সমস্যার সমাধান জেনে নিন। পুরনো ফোন ফাস্ট করতে হলে নিয়মিত ক্যাশ ক্লিন করতে হবে। কিন্তু কীভাবে? স্টোরেজ সেটিংসে যেতে হবে: স্টোরেজ সেটিংসে গিয়ে Storage অথবা Device Care-এ ক্লিক করতে হবে। এখানে ব্যবহারকারীরা দেখতে পাবেন, তাদের অ্যাপ, মিডিয়া, ডকুমেন্ট এবং cache কতটা ডেটা খরচ করছে।...
যে কারণে দাম বাড়তে পারে আইফোনের
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৩ মে) ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাইরে, বিশেষ করে ভারত বা অন্যান্য দেশে তৈরি আইফোনগুলোতে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যদি সেগুলো মার্কিন বাজারে বিক্রি হয়। ট্রাম্প বলেন, আমি বহু আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়ে দিয়েছি, আমি চাই আইফোনগুলো যুক্তরাষ্ট্রেই তৈরি হোক। যদি তা না হয়, তাহলে ২৫% শুল্ক অবশ্যই অ্যাপলকে পরিশোধ করতে হবে। এর জবাবে অ্যাপল জানায়, তারা ২০২৬ সালের মধ্যে আইফোন উৎপাদনের বড় একটি অংশ ভারতে স্থানান্তর করবে। তবে বর্তমানে অ্যাপলের যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদনের কোনো পরিকল্পনা নেই। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত অ্যাপল এবং তাদের মার্কিন গ্রাহকদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ উচ্চ শুল্কের কারণে পণ্যের দাম বাড়তে পারে এবং এতে ভোক্তা চাহিদা প্রভাবিত হতে...
কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত
অনলাইন ডেস্ক

বেশিরভাগ বাইক চালক জানেন না যে কখন বাইকের ইঞ্জিন ওয়েল বদলাতে হয়। অথচ বাইকের ভালো মাইলেজ পেতে হলে ইঞ্জিন ঠিক রাখা খুবই জরুরি। বিশেষজ্ঞদের মতে, ইঞ্জিন অয়েল সময়মতো পরিবর্তন না করলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যেতে পারে, যার প্রভাব পড়ে মাইলেজ এবং বাইকের সার্বিক পারফরম্যান্সে। তবে এই পরিবর্তনের সময় নির্ভর করে বাইকের মডেল, ইঞ্জিনের ধরন ও ব্যবহারের ধরনের উপর। তাই নিয়মিত বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত। কিন্তু কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত? নতুন বাইক কেনার পর প্রথম সার্ভিসেই প্রায় ৫০০ থেকে ৭৫০ কিলোমিটার চলার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরামর্শ দেন মেকানিকরা। সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে প্রতি ৫,০০০ থেকে ৫,৫০০ কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করাই যথেষ্ট। তবে বাইক যদি পুরোনো হয়, সেক্ষেত্রে ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার পর পর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর