বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সাংগঠনিক বিবেচনায় পুনরায় দলে ভেড়ানো হয়েছে। এখন থেকে তিনি পুরদমে সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করতে পারবেন। আজ শনিবার (২৪ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার (১৭ মে) এক আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই আদেশে বলা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আরও পড়ুন ড. ইউনূসের সরকারকে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় দেবো ২৪ মে, ২০২৫ আদেশে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ...
দলে ফিরলেন অব্যাহতিপ্রাপ্ত সেই নারী সমন্বয়ক, চালাবেন কার্যক্রমও
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ। আগামীকাল রোববার (২৫ মে) সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার এ ঘোষণা দেওয়া হয়েছে। রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধ থাকবে। পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ থাকবে বলেও জানান তিনি। news24bd.tv/AH
ইমো ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে বহু টাকা হাতিয়েছে ওরা
লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক অ্যাকাউন্টের রিসিপ্ট প্রতারক চক্রের তিন হ্যাকারকে আটক করা হয়। পরে তাদেরকে মামলা দায়েরের জন্য থানায় সোপর্দ করা হয়। আজ শনিবার (২৪ মে) উপজেলার বিলমারিয়াতে রাত ৮টার দিকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার ও ব্যাংকের রিসিপ্ট প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ এবং জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন। এ সময় হ্যাকারদের কাছ থেকে অনেকগুলো সিম, মোবাইল ফোন, ল্যাপটপসহ মোটরসাইকেল জব্দ করা হয়। আরও পড়ুন দেশ নিয়ে নতুন খেলা ও ত্রিমুখী চক্রান্ত চলছে ২৪ মে, ২০২৫ লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত...
পুলিশের কাছ থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের কাছ থেকে জেলা ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ গতকাল এজাহার ভুক্ত দুইজন এবং আজ শনিবার এজাহারভুক্ত আরও দুইজন এবং সন্দেহজন দুইজন সহ মোট ছয়জনকে আটক করেছে। ছিনিয়ে নেওয়া কবির জোমাদ্দার পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেদিরাবাদে উত্তর শিয়ালকাঠি গ্রামের নাছির হাওলাদার নামের এক ব্যক্তির নেতৃত্বে বিরোধীয় একটি জমি থেকে গাছ কাটা হচ্ছিল। এ ঘটনায় মোরশেদা আক্তার নামে এক নারী পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। এরপর ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মানিক এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর