মার্কিন মুলুকে প্রবেশের সময় বাধার মুখে পড়তে হলো ভারতের পশ্চিমবঙ্গের বাউলশিল্পী পার্বতী বাউলকে। যার জেরে বাতিল হলো তার সানফ্রানসিসকোর কনসার্ট। গত রোববার (১৮ মে) হওয়ার কথা ছিল অনুষ্ঠানটি। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই হেনস্তার সম্মুখীন হয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। ভারতীয় মিডিয়া দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের বিষয়টি ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন এই বাউলশিল্পী। এমনকি তাদের পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রে ব্যান করে দেওয়া হয়। তিনি জানান, প্রতিবছরই বাউলের প্রচার ও প্রসারের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান। কখনোই কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছিল তার। ভারতীয় গণমাধ্যমকে পার্বতী বলেন, এত বছরে প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। কোনো দিন বর্ডারে...
যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেওয়া হলো না বাউলশিল্পীকে, কনসার্ট বাতিল
অনলাইন ডেস্ক

সুখবর দিলেন তানজিন তিশা!

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কম। বেছে বেছে কাজ করছেন তিনি। টিভি নাটকের পাশাপাশি এখন ওটিটিতেও নাম লিখিয়েছেন।তার অভিনীত বেশ কয়েকটি ওটিটি কনটেন্ট এরইমধ্যে আলোচনায় এসেছে। এছাড়াও আলোচনায় রয়েছে তার অভিনীত সর্বশেষ প্রচারিত কিছু নাটকও। গল্পভিত্তিক চরিত্রনির্ভর কাজগুলোতে এখন তাকে বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। নিজের মধ্যে পরিবর্তনও এনেছেন বলা যায়। আসন্ন ঈদেও তাকে দেখা যাবে একাধিক নাটকে, এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী। তিশা বলেন, ঈদের জন্য আমি আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কোরবানির ঈদের জন্য এরইমধ্যে একাধিক নাটকে অভিনয় করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই কাজগুলোতে যুক্ত হয়েছি। আশা করি দর্শক ঈদে ভালো কিছু পাবেন। এদিকে তিশা অভিনীত ওটিটি...
'এই ভালোবাসা আমি আজীবন মনে রাখব'
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির গণমাধ্যমের কাছে এ তথ্য জানিয়েছেন। কারামুক্ত হয়ে মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এ সময় তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর নুসরাত ফারিয়া লেখেন, এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব।...
১২ বছরের ছোট মেয়েকে বিয়ে করছেন বিশাল
অনলাইন ডেস্ক

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা রেড্ডি। তার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নায়িকার। সবকিছু পেছনে ফেলে বিয়ের ঘোষণা দিলেন এই অভিনেতা। একই ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সাই ধনশিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন চকরা তারকা। দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, সোমবার (১৯ মে) অডিও ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশাল। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সাই ধনশিকাও। সেখানেই বিয়ের ঘোষণা দেন এই যুগল। আগামী ২৯ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। এ অনুষ্ঠানের একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এসব ভিডিওতে বিশাল-সাইকে পরস্পরের হাত ধরে থাকতে দেখা যায়। এক পর্যায়ে সাইকে চুম্বনও করেন বিশাল। কয়েক মাস আগে পরিচয় হয় বিশাল-সাইয়ের। তারপর কাছে আসা। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কয়েক দিন আগে সাই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর