জুলাই গণহত্যার বিচারসহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনটি দাবির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে এ কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন রাত সাড়ে আটটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে এনসিপির চার সদস্যর একটি প্রতিনিধি দল। নাহিদসহ এ দলে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার কাছে তিনটি দাবির কথা তুলে ধরা হয়েছে। এগুলো হলো জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবংস্থানীয় সরকার নির্বাচন। এই ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপি ও জামায়াতে ইসলামী। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ...
প্রধান উপদেষ্টার কাছে এনসিপির তিন দাবি
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের কী কথা হলো?
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে মূলত দুটি বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন তারা। আজ শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির। news24bd.tv/তৌহিদ
‘ড. ইউনূসের সরকারকে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় দেবো’
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন- তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ অনেকে। প্রধান বক্তা মাহমুদুর রহমান সুমন বলেন, ৩১ দফা শুধু বিএনপির না এই ৩১ দফা বাংলাদেশের সমস্যার সমাধানের দফা ভবিষ্যতের উন্নয়নের দফা। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর দফা। আরও পড়ুন...
বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়াসহ ৬ সুপারিশ বিএনপির
নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনসহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ৬টি দাবি ও পরামর্শ দিয়েছে বিএনপি। একইসাথে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছে দলটি। শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আরও জানানো হয়, ক্ষমতায় আসলে বিএনপি শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করবে। বিএনপির ৬ দাবি ও সুপারিশ হলো- বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে বলে দাবি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর