প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার (২৪ মে) রাত ৮টার কিছু পরে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে। দলটির নেতৃত্বে আছেন আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে আছেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। জামায়াতের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবেন।...
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় জামায়াত
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় চার এনসিপি নেতা
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। পরিকল্পনার অংশ হিসেবে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যমুনায় প্রবেশ করেন। তারা ছাড়া এনসিপির আর কোনো নেতা প্রধান উপদেষ্টার বৈঠকে আসেননি। বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে নির্বাচন, বিচার ও সংস্কার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ও দলের আরও দুই নেতা এবং বিএনপির দুই নেতা...
খুনি হাসিনার একটি মামলায় রায় খুব শিগগিরই দেখতে চায় বিএনপি: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক

বিএনপি খুনি শেখ হাসিনার একটি মামলায় রায় খুব শিগগিরই দেখতে চায় বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এছাড়া দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আরও জানানো হয়, ক্ষমতায় আসলে বিএনপি শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র ফিরে পেতে চাই বলেই নির্বাচনের তাগিদ দেয়া হচ্ছেসেটা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি। এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে তারা। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান,...
‘দেশ নিয়ে নতুন খেলা ও ত্রিমুখী চক্রান্ত চলছে’
লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নতুন করে একটি চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে, ত্রিমুখী চক্রান্ত। সবাইকে সজাগ থাকতে হবে। দেশকে নিয়ে নতুন একটি খেলা শুরু হয়েছে। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করতে হবে। যাতে আগামী দিনে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কোথায় কে কি করলো তা আমাদের জানার বিষয় নয়। আজ শনিবার (২৪ মে) বিকেলে লক্ষ্মীপুর সদরের রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন। তিনি আপোষ করেননি। হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। আরও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর