নাটোরের লালপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক অ্যাকাউন্টের রিসিপ্ট প্রতারক চক্রের তিন হ্যাকারকে আটক করা হয়। পরে তাদেরকে মামলা দায়েরের জন্য থানায় সোপর্দ করা হয়। আজ শনিবার (২৪ মে) উপজেলার বিলমারিয়াতে রাত ৮টার দিকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার ও ব্যাংকের রিসিপ্ট প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ এবং জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন। এ সময় হ্যাকারদের কাছ থেকে অনেকগুলো সিম, মোবাইল ফোন, ল্যাপটপসহ মোটরসাইকেল জব্দ করা হয়। আরও পড়ুন দেশ নিয়ে নতুন খেলা ও ত্রিমুখী চক্রান্ত চলছে ২৪ মে, ২০২৫ লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত...
ইমো ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে বহু টাকা হাতিয়েছে ওরা
লালপুর (নাটোর) প্রতিনিধি

পুলিশের কাছ থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের কাছ থেকে জেলা ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ গতকাল এজাহার ভুক্ত দুইজন এবং আজ শনিবার এজাহারভুক্ত আরও দুইজন এবং সন্দেহজন দুইজন সহ মোট ছয়জনকে আটক করেছে। ছিনিয়ে নেওয়া কবির জোমাদ্দার পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেদিরাবাদে উত্তর শিয়ালকাঠি গ্রামের নাছির হাওলাদার নামের এক ব্যক্তির নেতৃত্বে বিরোধীয় একটি জমি থেকে গাছ কাটা হচ্ছিল। এ ঘটনায় মোরশেদা আক্তার নামে এক নারী পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। এরপর ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মানিক এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে...
মাকে হত্যার পর ঘরেই ঘুমিয়ে ছিলেন পালিত ছেলে
নিজস্ব প্রতিবেদক

আদর-যত্নে বড় করা পালিত ছেলের হাতেই মাকে হত্যার অভিযোগ উঠেছে। মাদকের টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন পালিত ছেলে শেখ শামস। এমনকি পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। ঘটনাটি ঘটেছে যশোর শহরের মণিহার এলাকায়। শনিবার (২৪ মে) বিকেলে নিজ বাসা থেকে নিহত সুলতানা খালেদা খানম সিদ্দিকার (৬৪) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক ছেলে শেখ শামসকে (২৪) আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিলেন। কয়েকবার ঘরে গিয়ে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দেওয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এ সময় ঘাতক ছেলে শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। নিহতের ভাগ্নে এস এম...
এবার সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে দিলো বিএসএফ
অনলাইন ডেস্ক

সিলেটের কানাইঘাট উপজেলার লুভাছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে। আজ শনিবার (২৪ মে) সকালে সীমান্তে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। বিজিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। শনিবার সকালেই বিএসএফ কোনো এক সময় তাদের সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়। বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, সকালে বিজিবি আমাদেরকে বিষয়টি জানিয়েছে। আটককৃতরা বর্তমানে লুভাছড়া বিজিবি ক্যাম্পে রয়েছে। বিজিবি কর্তৃক হস্তান্তরের পর তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে চলতি মাসের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর