বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ থেকে অর্থ পাচার ও তা ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরি হয়েছে। সেই চাপের কারণেই যুক্তরাজ্যের লন্ডনে সম্পদ জব্দ হতে দেখা গেছে। আহসান এইচ মনসুর বলেন, যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনায় আমরা খুবই উৎসাহিত (এনকারেজড) বোধ করছি। এটাকে সামনের দিকে আরও বেগবান করতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত আরও অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির (পাচার করা) সম্পদ যুক্তরাজ্যে ছড়িয়েছিটিয়ে রয়েছে। আশা করছি, সেগুলোকেও চিহ্নিত করে জব্দ (ফ্রিজ) করা সম্ভব হবে। শনিবার (২৪ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ঋণ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথাগুলো বলেন গভর্নর। পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান...
আন্তর্জাতিক চাপে লন্ডনে সম্পদ জব্দ: গভর্নর
নিজস্ব প্রতিবেদক

তৌফিকা করিমের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৪ মে) দুপুরে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। জানা যায়, তৌফিকা করিমের বিরুদ্ধে ৫৬ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে তার বিরুদ্ধে ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ এনেছে সংস্থাটি। এদিকে, দুদকের আবেদনে এলজিইডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।...
ভিপি নুরের বক্তব্য নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকিস্বরূপ বক্তব্য দিয়েছেন। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। শনিবার (২৪ মে) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২২ মে ২০২৫ তারিখে এক গণজমায়েতে ভিপি নুর বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ঐ যাত্রাবাড়ীতে যেভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ঠিক সেভাবেই ঝুলিয়ে দেওয়া হবে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের প্রতি এ ধরনের বক্তব্য শুধু...
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
একনেক বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকটি শুরু হয়। এদিন বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। পরবর্তীকালে রুদ্ধদ্বারবৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এসব কথা বলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই অনির্ধারিত বৈঠকটি শুরু হয়। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এদিন দুপুর ২টার একটু পর বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জরুরি কাজ থাকায় তিনি বের হয়ে এসেছেন বলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর