আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে, ঈদের আগের দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৪ মে) অফিস করতে হচ্ছে সরকারি চাকরিজীবীরা। এর আগে গত শনিবার ১৭ মে একইভাবে খোলা ছিল সরকারি সব অফিস। গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। মূলত, এ বাড়তি দুইদিনের ছুটি সমন্বয়ের জন্যই ঈদের আগের দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন...
আগামীকাল শনিবারও খোলা থাকছে সরকারি সব অফিস
অনলাইন ডেস্ক

জটিলতা সৃষ্টি করে সরকারের মান-অভিমান গ্রহণযোগ্য কাজ না: আনু মুহাম্মদ
অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় মতাদর্শিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা। তিনি বলেন, সরকার সেই কাজের দিকে না গিয়ে, অন্যদিকে গিয়ে জটিলতা সৃষ্টি করে তারপর মান-অভিমান করা, এটা তো কোনো গ্রহণযোগ্য কাজ না। আজ শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: কেমন বাজেট চাই? শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন অধ্যাপক আনু মুহাম্মদ। গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত এ আলোচনাসভায় আনু মুহাম্মদ বলেন, এই সরকারের স্থায়ী কোনো ম্যান্ডেট নেই। এই সরকার দীর্ঘদিন থাকবে না। তাই তার পক্ষে অনেক কিছুই সম্ভব না। তবে সরকার বৈষম্যহীন...
ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক

দেশের তরুণ প্রজন্ম এবং ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সহধর্মিণী। শুক্রবার (২৩ মে) বিকেলে জেডআরএফ কার্যালয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে শিশু-কিশোর তথা ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন। অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য দিলেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ...
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’— পোস্ট মুছে বিশেষ সহকারী জানালেন ‘স্ট্যাটাসটি ব্যক্তিগত’
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তার এই বক্তব্য নিয়ে খবর প্রকাশ করে দেশের অধিকাংশ গণমাধ্যম। তবে দুই ঘণ্টা পরই ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দেন তিনি। তবে পরবর্তীতে শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে আরেকটি স্ট্যাটাস দেন ফয়েজ আহমদ তৈয়্যব। এতে তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টাকে নিয়ে তার দেওয়া আগের পোস্টটি ছিল ব্যক্তিগত মতামত। ওই পোস্টে ফয়েজ আহমদ বলেন, ডিসক্লেইমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ সহ।ৰ এর আগে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ফয়েজ আহমদ লিখেছিলেন, অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু...