জাতীয় ঐক্য বজায় রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটির গুরুত্ব তুলে ধরেছেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে আমাদের সবার মধ্যে ত্যাগের মানসিকতা জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমরা ভুলে গেলে চলবে না- স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। শান্ত থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন, কারণ আমাদের একত্রিত হওয়াতেই দেশের কল্যাণ নিহিত। মিজানুর রহমান আজহরি আরও বলেন, এখন আমাদের সব বিতর্ক ও বিভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার সময়। এই ঐক্য আমাদের শক্তি, যা দেশের সামনে আসা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।...
জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট
অনলাইন ডেস্ক

‘জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি’
অনলাইন ডেস্ক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আবারও ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। আজ বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। স্ট্যাটাসে সাদিক কায়েম বলেন, দেশের স্বার্থে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, বরং নিজেদের তাগিদে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। এছাড়া, একে অপরের মান-অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে আমি অনুরোধ করছি, জাতির স্বার্থে দূরদর্শী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আমাদের বিরোধীতা যতটা তীব্রই হোক না কেন, দেশের কল্যাণে আমাদের এক হওয়া প্রয়োজন, বলেন...
জামায়াত আমিরের নতুন বার্তা

ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি। জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’ news24bd.tv/NS
‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি’
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? আজ বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়াতে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আরও পড়ুন রিট খারিজ, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই ২২ মে, ২০২৫...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর