প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় এ সাক্ষাৎ হয়। এনসিপির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। এ দিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। আরও পড়ুন উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত ২২ মে, ২০২৫...
প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

ছুটিতে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
অনলাইন ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তার স্থানে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক অফিস আদেশে জানায়, জসীম উদ্দিনের ছুটির সময়ে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনন্দিন দায়িত্ব পালন করবেন। জসীম উদ্দিন ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে। সচিব হওয়ার আগে তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে চীন, কাতার ও গ্রিসে দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন। কিন্তু মাত্র কয়েক মাসের...
৮ বিভাগের যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা
প্রেস বিজ্ঞপ্তি

চলতি সপ্তাহজুড়ে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী ১২০ ঘণ্টায় ৮ বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কারণ লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু মায়ানমার এর আকিয়াব উপকূল পর্যান্ত অগ্রসর হয়েছে এবং আরো অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ...
হঠাৎ ডেপুটি হাইকমিশনার শাবাবকে দেশে ফিরতে বলল পররাষ্ট্র মন্ত্রণালয়, কারণ কী?
নিজস্ব প্রতিবেদক

দ্য হেগে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। তাকে কলকাতায় বাংলাদেশ মিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে বদলি করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যোগদান করার আগেই তিনি কলকাতা মিশনে কোরবানি দেওয়ার প্রথা বন্ধের নির্দেশ দেন। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনার মুখে তাকে কলকাতা মিশনে বদলির আদেশ বাতিল করে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানি বন্ধের নির্দেশনা দেওয়ার পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে শাবাব নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে জানান, হোস্ট কান্ট্রির (ভারত) আস্থা অর্জন করাটা আমাদের জন্য জরুরি। এই আস্থা অর্জনের জন্যই তিনি এই নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, কলকাতা মিশনে কোরবানি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর