মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর স্থাপন সংক্রান্ত আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের রাজনৈতিক দল আমার বাংলাদেশ (এবি) পার্টি। তারা বলেছে, বাংলাদেশ যেন কোনো পরাশক্তির ছায়াযুদ্ধক্ষেত্রে পরিণত না হয়। বৃহস্পতিবার (২২ মে) রাজধানী ঢাকার বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ মন্তব্য করেন। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বন্দরকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি আন্তর্জাতিক লজিস্টিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন, যা দক্ষিণ এশিয়ার পরবর্তী সিঙ্গাপুর হতে পারে। এর জন্য প্রয়োজন সময়, পরিবেশ এবং প্রযুক্তির উন্নত ব্যবহার, স্বচ্ছতা এবং জবাবদিহি। আমরা চাই না পেছনের দরজার চুক্তি দ্বারা চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ নির্ধারিত হোক, বরং জনস্বার্থে এবং তথ্য...
বাংলাদেশ যেন পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র না হয়: এবি পার্টি
অনলাইন ডেস্ক

ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক ও অভিন্ন: শিবির সভাপতি

প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। শিবির সভাপতি তার পোস্টে বলেন, ৩৬ জুলাই বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না। শহীদ-গাজীদের প্রতি আমাদের দায় আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক ও অভিন্ন। তিনি বলেন, সবার মনে রাখা দরকার, প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না। মহান আল্লাহ আমাদের সহায়।...
আসিফ-মাহফুজকে নিয়ে যা বললেন নুর
অনলাইন ডেস্ক

ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। নুর লিখেছেন, আসিফ-মাহফুজদের ক্ষমতার মোহ আর লোভ না থেকে ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই তারা সরকার থেকে পদত্যাগ করতো। যা হতে পারতো এক নতুন দৃষ্টান্ত। কিন্তু তারা করেনি। এমনকি সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে আসিফ-মাহফুজদের পদত্যাগের দাবি জানানো হলেও তারা পূর্বের নির্লজ্জ-বেহায়া রাজনীতিবিদদের মতই চেয়ার ধরে রাখলেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এই বয়সেই যদি ক্ষমতা দখল ও ভোগে এত কূটকৌশলের আশ্রয় নিতে পারে, ভবিষ্যতে এরা কী করবে? news24bd.tv/NS...
প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াতের
অনলাইন ডেস্ক

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। এতে আরও বলা হয়, বৈঠকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর