উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ভেটিং করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় করবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫...
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেটের দাম কমলো
নিজস্ব প্রতিবেদক

গ্রাহক পর্যায়ে আরও কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। নতুন দামে ৫ এমবিপিএস সংযোগে ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করাসহ কমেছে অন্যান্য প্যাকেজের দামও। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের জারি করা রোববারের এক পরিপত্রে এই তথ্য জানা যায়। ইন্টারনেট ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনার জন্য ইন্টারনেট ট্যারিফ প্রণয়নে সরকারি/বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবা প্রদানকারীদের (আইএসপি) জন্য বিটিআরসি কর্তৃক একটি খসড়া প্রস্তুত করে অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয় এবং পরবর্তীতে সরকার কর্তৃক ট্যারিফটি অনুমোদিত হয়। নতুন মূল্যে ৫ এমবিপিএস সংযোগে ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা, ১০ এমবিপিএসে ৮০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ২০ এমবি পিএস সংযোগে মাসিক ১২০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা দিতে হবে...
মালিকদের দুর্নীতির কারণে রেশন বঞ্চিত শ্রমিকরা, বাজেটে বিবেচনার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
মালিকদের দুর্নীতির জন্যই বাংলাদেশের শ্রমিকরা রেশন পাচ্ছে না, আগামী বাজেটে তা বিবেচনা করা উচিত বলে জানালেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২২ মে) এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশের কমিটি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করে। এসময় সংগঠন দুটির নেতারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে আসন্ন বাজেটে বরাদ্দের দাবিও জানান। তাদের দাবি, গার্মেন্টস শ্রমিকদের রেশনিং সহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এদিকে, শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকের বেতন ও সকল পাওনা আগামী ২৮ মে এর মধ্যে পরিশোধ না করলে প্রয়োজনে মালিকের জেল জরিমানা করা হবে। পাওনা পরিশোধ না করে বিদেশ কেন, ঢাকার বাইরেও যেতে দেয়া হবে না তাদের।...
বৃষ্টিপাত আর কতদিন থাকবে, যা জানালো আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক

কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। চলমান বৃষ্টিপাত আরও অন্তত পাঁচ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সকালে দেয়া বুলেটিনে আবহাওয়া অফিস জানায়, আগামী পাঁচ দিনের পর বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তী পাঁচ দিনে আরও বাড়তে পারে। এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এছাড়া একটি দুর্বল লঘুচাপের অক্ষ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে বিস্তৃত রয়েছে। আগামী ২৬ মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর