গাইবান্ধার রামচন্দ্রপুরের গড়দিঘী এম এ প্রি ক্যাডেট কিন্ডার গার্টেন চত্বর জুড়ে বুধবার (২১ মে) বসেছিলো শিশুদের আনন্দের হাট। বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখা আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে কদিন আগে। মাঝে পরীক্ষা ,তাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল। ফলাফল জানা নেই, তাই পাশাপাশি ছোট্ট মুখগুলোতে উৎকণ্ঠার ছাপ। আগ্রহ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও অপেক্ষা করছিলেন। দুপুরে চতুর্থ পিরিয়ড শেষ হতেই ক্লাস রুমে শুরু হল অনুষ্ঠান। সদর উপজেলা শুভসংঘের সভাপতি সামিউল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. মনজু মিয়া। পড়াশোনা, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, সংস্কৃতি চর্চাসহ নানা বিষয়ে কথা বললেন জেলা শুভ সংঘের সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আহসানিয়া স্নিগ্ধা, স্থানীয়...
শিশুদের আনন্দের হাটে বসুন্ধরা শুভসংঘের পুরস্কার বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি

খাদ্য সহায়তা পেয়ে হাসি ফুটল অসহায় মফিজুরের মুখে
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা মফিজুর রহমান। মাদ্রাসায় অফিস সহকারীর কাজ করে কোনো রকমে দিনানিপাত করেন। সম্প্রতি তার স্ট্রোক হয়। চিকিৎসায় প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় তার। আগের মতো এখন আর কাজ করতে পারেন না তিনি কিন্তু সংসারের একমাত্র এই উপার্জনক্ষম মানুষটি কাজ করতে না পারায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে অর্ধাহারে, অনাহারে দিনযাপন করছে অসহায় এই মানুষটি। অর্থাভাবে চিকিৎসাটুকুও করাতে পারছেন না এখন ঠিকভাবে। তিন সন্তানের পড়াশোনাও এখন বন্ধ প্রায়। সম্প্রতি অসহায় মফিজুর রহমানের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ শাখা। আজ বুধবার (২১ মে) বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মো. মারুফ, মো. এসপি সাকিব, মো. আরিফ, মো. শওকত উদ্দীন, মো. চৌধুরী সাইফুল, সুজন পাল, মো. ইমন, মো. ফরহাদ রাফি। বসুন্ধরা শুভসংঘ...
‘আগ্রজের উচিত অনুজকে মানবিক কাজে উৎসাহিত করা’
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় বসুন্ধরা শুভসংঘর কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। স্থানীয় এপোলো ইনস্টিটিউট চত্বরে আমগাছের ছায়ায় গতকাল বুধবার (২১ মে) সকালে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে কালের কণ্ঠের ভালুকা উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান মনিরের সভাপতিত্বে ও এজাজ খানের পরিচালনায় এপোলোর অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, ভালুকা সরকারী কলেজের অধ্যাপক জাহিদুল ইসলাম সুবিন, সাংবাদিক আসাদুজ্জামান সুমন, তানভীর, ফরহাদ, শুভ, নাফিছা, মিলি, বর্ষা, সাদিক, মারুফ প্রমূখ বক্তৃতা করেন। পরে এপোলো চত্বরে গাছের চারা লাগানো হয়। সভায় বক্তারা বলেন, মানুষের জীবনটা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে মানুষের জন্যে কাজ করে চিরজীবী হওয়ার সুযোগ আছে। অসহায় মানুষের কল্যাণে কাজ করে পাওয়া আত্মতৃপ্তির কোনো তুলনা হয় না। প্রতিজন আগ্রজের উচিত অনুজদেরকে মানবিক কাজ করতে উৎসাহিত...
বজ্রপাতের কবল থেকে বাঁচতে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ
রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গত সাত দিন থেকেই থেমে থেমে বৃষ্টি সাথে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত থেমে নেই। অতি বৃষ্টি ও বজ্রপাতে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় গত এক সপ্তাহে বিজিবি সদস্যসহ নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাকৃতিক এই দুর্যোগের হাত থেকে নিজেদের সুরক্ষায় রাখতে আজ বুধবার রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নানা শ্রেণীর মানুষের সচেতনতায় বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘর সাধারণ সম্পাদক শামিম আহমেদের সভাপতিত্বে কালের কন্ঠ সাংবাদিক সোহেল রানা স্বপ্নর সঞ্চালনায় গণসচেতনতা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর