তিন সতীর্থ একসঙ্গে মাঠে নামার সম্ভাবনা থাকলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। সেজন্য অপেক্ষা বাড়লো রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজের। করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামছে লাহোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। সাকিব গত ম্যাচে বল হাতে ছিলেন একপ্রকার কার্যকরী, যদিও ব্যাট হাতে রান পাননি। তার অভিজ্ঞতা ও স্পিন দক্ষতাই আজকের একাদশে জায়গা নিশ্চিত করেছে। বিপরীতে, সদ্য যোগ দেওয়া মেহেদী মিরাজ ও বিরতি শেষে দলে যোগ দেওয়া রিশাদ হোসেনকে থাকতে হচ্ছে সাইড বেঞ্চেই। তিন বাংলাদেশিকে একসাথে মাঠে দেখার সম্ভাবনায় উন্মুখ ছিলেন সমর্থকেরা। তবে দলীয় কম্বিনেশন ও ম্যাচ পরিস্থিতির কারণে আজও সেই সুযোগ এলো...
লাহোরের একাদশে সাকিব, রিশাদ ও মিরাজ বেঞ্চেই
অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদ থেকে এক নক্ষত্রের পতন
অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদ থেকে আরও এক নক্ষত্রের পতন ঘটতে চলেছে। আরও একটি বর্ণাঢ্য অধ্যায়ের ইতি ঘটতে চলেছে। বিশ্ব ফুটবল এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার লুকা মদ্রিচ সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার ঘোষণা দিয়েছেন। লস ব্লাঙ্কোসরা এই ক্রোয়েশিয়ান কিংবদন্তির সঙ্গে চুক্তি আর নবায়ন না করার কথা আগেই জানিয়েছিলো। ফলে মাদ্রিদের ক্লাবটির সঙ্গে ১৩ বছরের সম্পর্কে ইতি টানলেন মদ্রিচ। আগামী রোববার তিনি শেষবার বার্নাব্যুতে স্বাগতিক সাদা জার্সি গায়ে নামবেন। চলতি মৌসুম শেষেই মদ্রিচেরচুক্তির মেয়াদ শেষ হবে রিয়ালের সঙ্গে। এরপরই ৩৯ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার মাদ্রিদ ছাড়বেন বলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন। রিয়ালের হয়ে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন বলেও উল্লেখ রয়েছে তার বিবৃতিতে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই...
বাংলাদেশের প্রথম ইনিংস থামলো ৩৫৭ রানে
অনলাইন ডেস্ক

বৃষ্টিবিঘ্নিত টেস্টে আগের দিনের ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ এ দল। পঞ্চম উইকেট জুটিতে এদিন ৫০ রান যোগ করেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং অমিত হাসান। তবে দলীয় ২৭৫ রানে অঙ্কনের বিদায়ের পর মাত্র ৮২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় নুরুল হাসান সোহানের দল। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের টেস্টে প্রথম ইনিংসে ৩৫৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ এ দল। বৃহস্পতিবার (২২ মে) শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় অনেকটা দেরিতে। মুষলধারে বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। মধ্যাহ্নভোজের পর বৃষ্টি থামলে শুরু হয় খেলা। দিনের শুরুটা বেশ দেখেশুনে ব্যাট চালান অঙ্কন এবং অমিত হাসান। কোনো উইকেট না হারিয়ে ৫০ রান যোগ করেন তারা। ৫৯ বলে ২৪ রান করে ডিন ফক্সক্রফটের শিকার হয়ে ফেরেন অঙ্কন। অমিত হাসান অবশ্য ফিফটি...
তিন বাংলাদেশি পিএসএল-এর এক ফ্র্যাঞ্চাইজিতে
অনলাইন ডেস্ক

বাংলাদেশি তিন ক্রিকেটারকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেখা যাবে একই ফ্যাঞ্চাইজির হয়ে। এবারের নিলামে শুরুতেই দল পেয়েছিলেন নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন দাস। এই তালিকায় মাঝপথে যোগ হয় সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের নাম। ভাগ্যক্রমে এক দলেই ডাক পেয়েছেন জাতীয় দলের এই তিন সতীর্থ। যারা আবার একই সঙ্গে মাঠে খেলতে নামতে পারেন। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ কয়েক ম্যাচে খেলার সুযোগ পেলেও পেশোয়ারের জার্সিতে নাহিদের মাঠে নামা হয়ে ওঠেনি। অন্যদিকে লিটন করাচি কিংস শিবিরে যোগ দিয়েও অনুশীলনে চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান। ভারত ও পাকিস্তানের সংঘাতে কিছুদিন বন্ধ থাকার পর টুর্নামেন্ট শুরু হলে সাকিবকে ও প্লে-অফের আগে মিরাজকে দলে ভেড়ায় লাহোর। আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে খেলতে নামবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর