যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধায় অভয়নগরের মশিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে এক সালিসে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিস সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তের গুলিতে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় অবরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।...
যশোরে দুর্বৃত্তের গুলিতে কৃষকদল নেতা নিহত
যশোর প্রতিনিধি

মাল্টার আড়ালে কনটেইনারে এলো কোটি টাকার বিদেশি সিগারেট
অনলাইন ডেস্ক

বাংলাদেশে ফল আমদানির আড়ালে সিগারেট চোরাচালানের বড় ধরনের একটি চেষ্টা নস্যাৎ করেছে চট্টগ্রাম কাস্টমস। গতকাল বুধবার (২১ মে) দিবাগত রাতে মিসর থেকে মাল্টা আমদানির নামে চট্টগ্রাম বন্দরে আসা একটি ৪০ ফুট কনটেইনার খুলে দেখা যায়, সেখানে মাল্টার পরিবর্তে রয়েছে বিদেশি সিগারেটের সারি সারি কার্টন। চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, রাত দুইটার দিকে কনটেইনারটি খুলে গণনা শুরু করেন কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার গণনা শেষে জানানো হয়, কনটেইনারটিতে ছিল ১ হাজার ২৫০ কার্টনে মোট ১ কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট। পাশাপাশি ৫ হাজার ৪১৮ কেজি মাল্টাও পাওয়া গেছে, যা মূলত আমদানির ঘোষণা দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। শুল্ক কর্মকর্তারা বলেন, বাংলাদেশে সিগারেট আমদানির জন্য প্যাকেটে বাংলায় ধূমপানবিরোধী সতর্কবার্তা থাকা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনে আমদানি করলেও ৫৯৬ শতাংশ শুল্ক-কর...
৫ মাস পর চিলমারী-রৌমারীতে ফেরি চলাচল শুরু
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

৫ মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পারেশনের (বিআইডব্লিউটিএ) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রফুল্ল চৌহান বলেন, নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। নদের পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে ফেরি কুঞ্জলতা যানবাহন ও যাত্রী নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে দিয়ে দীর্ঘ বিরতির পর এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হলো। এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা সস্তোষ প্রকাশ করেছেন। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রীরাই নয়, ভোগান্তিতে পড়েছিল রংপুর, লালমনিরহাট, নীলফামারীর পণ্য পরিবহনকারীরাও। কুড়িগ্রাম থেকে আসা ট্রাকচালক সানােয়ার হোসেন বলেন, ফেরি চালু...
লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ
লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীতে মাছ চাষের উদ্দেশ্যে প্রভাবশালী চক্রের দেওয়া কয়েকটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নদীর রায়পুর পৌরসভার অংশে অভিযান চালিয়ে কয়েকটি স্থানের বাঁধ অপসারণ করা হয়। রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন জানায়, এক যুগেরও বেশি সময় ধরের প্রভাবশালীরা ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। এতে স্বাভাবিকভাবে পানি প্রবাহ বন্ধ ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা রোধে অভিযান চালিয়ে রায়পুর পৌরসভা অংশের বিভিন্ন এলাকায় নদীতে আড়াআড়িভাবে দেওয়া বাঁধগুলো অপসারণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, রায়পুর পৌরসভা ও উপজেলা অংশে ডাকাতিয়া নদীতে যতগুলো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর