বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে নারী কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে নারী কোটা থাকবে না। এতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট-ঘ এর (ক)-এ বিদ্যালয় অংশের ক্রমিক ২৪-এ সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদের বিষয়ে এবং (খ)-এ কলেজ অংশের ক্রমিক ১৫-এ শরীর চর্চা শিক্ষক পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ও শর্ত অপরিবর্তিত থাকবে।...
বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক

শিক্ষকদের যে সতর্কবার্তা দিলো মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক

শিক্ষকদের অপ্রয়োজনীয় ও নিয়মবহির্ভূতভাবে আবেদন করার প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেউ যদি সরাসরি শিক্ষা সচিবের কাছে আবেদন করেন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারেএমন সতর্কবার্তা দিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল বুধবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এ নির্দেশনাটি সংশ্লিষ্ট সব সংস্থা ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এমপিও সংক্রান্ত জটিলতা কিংবা ব্যক্তিগত অভিযোগ নিয়ে অনেক শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি সচিবের দপ্তরে আবেদন করে থাকেন। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয় এবং প্রাসঙ্গিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণে সমস্যার সৃষ্টি হয়। নতুন...
২১ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক

গ্রীষ্মকালীন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ২১ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে রোববার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত ১৯ দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস বন্ধ থাকবে। এর মধ্যে ছুটি শেষের ২ দিন শুক্র ও শনিবার থাকায় মোট ২১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ৪ জুন বুধবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার অন্তর্গত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।...
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে নতুন শপথবাক্য
অনলাইন ডেস্ক

সাম্যের ভিত্তিতে একটি উন্নত ও আদর্শ বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মনোভাব গড়ে তুলতে নতুন শপথ পাঠের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে নতুন শপথ পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা নিম্নোক্ত শপথ পাঠ করবে আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ/মহান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর