আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে আসামি গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। বিস্তারিত আসছে...
আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
নিজস্ব প্রতিবেদক

রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর
অনলাইন ডেস্ক

বংশাল থানায় দায়েরকৃত ছাত্র আন্দোলনের সময় নিহত শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন হত্যাকাণ্ডের মামলায় রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। রিমান্ড শেষে জাহাংগীর আলমকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত তাকে কারাগারে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৪ মে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকেই তিনি কারাগারে আটক ছিলেন। মামলার সূত্র অনুযায়ী, ২০২৩ সালের ৫ আগস্ট...
জুবাইদা রহমানের পরবর্তী আপিল শুনানির তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেওয়া অর্থ দণ্ডাদেশ স্থগিতও করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে দুটি ধারায় তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত...
মমতাজের ওপর ডিমের বৃষ্টি
অনলাইন ডেস্ক

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা মামলাসহ দুটি মামলায় পৃথক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা অবস্থায় আদালতে উপস্থিত হন তিনি। পরে আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় রীতিমতো মমতাজের ওপর বৃষ্টির মতো ডিম নিক্ষেপ করা হয়। ছোড়া হয় জুতাও। যা সামাল দিতে হিমশিল খাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীও। এর আগে, মমতাজকে এজলাসে তোলার সময় পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের ধাক্কাধাক্কি হয়। মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন মানিকগঞ্জ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর