বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঐতিহ্যবাহী দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার যৌক্তিকতা তুলে ধরে মন্তব্য করেছেন দলের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই এই প্রতীকটি তাদের রাজনৈতিক চিহ্ন হয়ে রয়েছে, এবং এমনকি বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগে থেকে দলটি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাজনীতি করছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে ১৯৭২ সালে, সুতরাং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেও জামায়াত এই প্রতীক ব্যবহার করেছে। তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং দেশের প্রতিটি...
জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠারও আগের: শিশির মনির
অনলাইন ডেস্ক

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১ জুন রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার (১৪ মে) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শিশির মনির বলেন, জামায়াতের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীক ওতোপ্রোতো জড়িত, সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠার আগেই দাঁড়িপাল্লা জামায়াতের প্রতীক। news24bd.tv/এআর
হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজা থেকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার (১৩ মে) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানকে আপিলের অনুমতি দেন হাইকোর্ট। এ জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে তার করা আবেদন মঞ্জুর করেন আদালত। এদিন বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জুবাইদা রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এস এম শাহজাহান এবং আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূইয়া শুনানিতে ছিলেন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন...
হুড়োহুড়িতে জুতা হারালেন মমতাজ
অনলাইন ডেস্ক

আদালতে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্য দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পায়ে থাকা জুতা হারিয়েছেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজত খানায় রাখা হয়েছে। মমতাজ বেগমের আসার খবরে এরপরেই আদালতে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। কঠোর নিরাপত্তা দিয়েও ধাক্কাধাক্কি আর আইনজীবীদের রোষানল এড়ানো যায়নি। বিকেল সাড়ে ৩টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত মিরপুর থানার মো. সাগর হত্যা মামলায় মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ফের আদালতজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। কড়া নিরাপত্তা দিয়ে পুলিশ সদস্যরা মমতাজ বেগমকে নিয়ে যাওয়ার সময় আইনজীবীদের ধাক্কাধাক্কিতে ও হুড়োহুড়িতে পড়েন। এসময় মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুভ জ্যাকেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। মমতাজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর