ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ নিয়ে নতুন করে বিরোধে জড়িয়েছে ভারত ও চীন। চীন সম্প্রতি অরুণাচল প্রদেশের বহু স্থানের নতুন নাম প্রকাশ করেছে, যাকে তারা জাংনান নামে দাবি করে থাকে। খবর আনাদোলু এজেন্সি। বুধবার (১৮ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স্বাল এক বিবৃতিতে বলেন, আমরা লক্ষ্য করেছি চীন অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তনের মাধ্যমে অর্থহীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বিবৃতিটি আসে এমন সময়ে, যখন চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ১৫টি পর্বত, পাঁচটি বসতি এলাকা, চারটি পাহাড়ি পথ, দুটি নদী এবং একটি হ্রদ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে...
অরুণাচল প্রদেশ নিয়ে নতুন করে বিরোধে জড়ালো ভারত-চীন
অনলাইন ডেস্ক

সিন্ধু চুক্তি স্থগিতের কোনো বিধান নেই: বিশ্বব্যাংক
অনলাইন ডেস্ক

বিশ্বব্যাংকের সভাপতি অজয় বঙ্গ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, সিন্ধু চুক্তি (IWT) স্থগিত করার কোনও বিধান নেই। ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ এর সাথে সাক্ষাৎকারে তিনি জানান, চুক্তিতে এমন কোনো শর্ত নেই যা স্থগিত করার অনুমতি দেয়। নয়াদিল্লিতে এক বক্তৃতায় বঙ্গ বলেন, চুক্তিতে এমন কোনো বিধান নেই যে এটি স্থগিত করা যাবে। যেভাবে এটি তৈরি হয়েছিল, এটিকে বাতিল করতে হবে অথবা এর পরিবর্তে নতুন কোনো চুক্তি করতে হবে। এর জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। বিশ্বব্যাংকের সভাপতি আরও বলেন, চুক্তি স্থগিত করা হয়নি, ভারত সরকার যেভাবে এটি বর্ণনা করেছে, তা শুধু একটি টেকনিক্যালি স্থগিত কিছু বলা হয়েছে। বিশ্বব্যাংকের নিরপেক্ষ ভূমিকা সম্পর্কেও তিনি বিস্তারিত বলেন। বঙ্গ ব্যাখ্যা করেন, বিশ্বব্যাংকের ভূমিকা মূলত সুবিধা প্রদানকারীর, যদি পক্ষগুলোর মধ্যে দ্বিমত থাকে। আমরা...
যুদ্ধবিরতি না মানলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ম্যাক্রোঁর
অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্তাম্বুলের বৈঠকে যোগ না দিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশ নেবেন না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে কয়েক দিনের মধ্যে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সম্ভাব্য লক্ষ্যে থাকছে আর্থিক খাত ও জ্বালানি (তেল ও গ্যাস) খাত। খবর রয়টার্সের। গতকাল মঙ্গলবার ফ্রান্সের জাতীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, যদি মস্কো যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে অস্বীকার করে, তবে আমাদের উদ্দেশ্য হলো আগামী দিনে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা। এ বিষয়ে আমরা সমন্বয় করছি। মঙ্গলবারই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জও একই সুরে বলেন, যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে সম্মত না হন তাহলে ইউরোপীয় মিত্ররা...
কর্নেল সোফিয়ার ধর্ম নিয়ে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী
অনলাইন ডেস্ক

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরের অন্যতম মুখ ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। তাকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা এবং উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ। কর্নেল সোফিয়ার ধর্ম নিয়ে কটাক্ষ করে তাকে জঙ্গিদের বোন বলে মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্য ঘিরে ভারতজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির বিরোধী দল এবং সাবেক সেনা কর্মকর্তারাও এর তীব্র সমালোচনা করেন। বুধবার (১৪ মে) সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ইন্দোরে গত সোমবার (১২ মে) এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ বিতর্কিত মন্তব্য করেন বিজয় শাহ। কংগ্রেস এ-সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে। তাতে বিজয় শাহ বলছেন, সিঁদুর মুছে আমাদের বোন-মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পালটা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি। তিনি আরও বলেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর