রাজধানীর শাহবাগ মোড় অবরোধের মাধ্যমে দুপুর থেকে আন্দোলন করছিলেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। যদিও অবরোধের সাড়ে ৬ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। এতে যানচলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার পর পুলিশ এসে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলে। পরবর্তীকালে শিক্ষার্থীরা কোনো ঘোষণা ছাড়াই শাহবাগ মোড় থেকে সরে যান। এর আগে দুপুর ২টা ১০ মিনিটে উচ্চ মাধ্যমিকের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন শাহবাগসহ আশপাশের সড়কে চলাচলরত যাত্রীরা। বাধ্য হয়ে অনেকেই আশপাশের সড়ক ব্যবহার...
শাহবাগ ছাড়লেন নার্সিং শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক

পুলিশে সঙ্গে সংঘর্ষে আহত ৫০, কাকরাইল না ছাড়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
অনলাইন ডেস্ক

তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে রাজধানীর কাকরাই মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে কাকরাইল মসজিদ মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হন অনন্ত ৫০ জন। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর যে হামলা চালানো হয়েছে তার বিচার করতে হবে। পুলিশের হামলায় আহত জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, এই কর্মকাণ্ডে আমরা মর্মাহত। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার বিচার চাই। বিকেল ৩টার পর কাকরাইল মসজিদ মোড়ে এসে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....
তিন দাবি আদায়ে যমুনার উদ্দেশে লংমার্চ
নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার উদ্দেশে লংমার্চ ককর্মসূচি শুরু করেছেন। আজ বুধবার (১৪ মে) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই লংমার্চ শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে একে একে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধিদল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লংমার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর...
‘লও ঠেলা’ গ্রুপের ৯ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং লও ঠেলা গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও ধারালো চাকু উদ্ধার করা হয়। বুধবার (১৪ মে) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার মেকআপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং লও ঠেলা গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে, মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে লও ঠেলা গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে মহড়া দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর