রংপুর নগরীর বেতপট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে লক্ষ্মী জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে সংঘটিত এ ঘটনায় দোকান মালিক প্রায় দেড় কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন। জানা গেছে, একদল নারী প্রতারক দুটি দলে বিভক্ত হয়ে দুপুরে দোকানে প্রবেশ করে। তারা গহনা দেখার ছল করে কর্মচারীদের নানা কৌশলে ব্যস্ত রাখে এবং কয়েকবার গহনা ওয়াশের কথা বলে একজন কর্মচারীকে বাইরে পাঠায়। এই সুযোগে ক্যাশ কাউন্টারের পাশে থাকা স্বর্ণের স্টক বক্সটি চুরি করে নিয়ে যায় তারা। দোকান মালিক অনিন্দ বসাক জানান, ঘটনার সময় দোকানে তিনজন কর্মচারী থাকলেও তারা কিছু বুঝতে পারেননি। বিকেল ৩টার দিকে আমি বিষয়টি টের পাই এবং সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই যে প্রতারকচক্র স্বর্ণ নিয়ে পালিয়েছে। তিনি আরও বলেন, চুরি হওয়া স্বর্ণের ওজন এক শর...
গহনা দেখতে এসে ১০০ ভরি স্বর্ণ চুরি
অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে তৃতীয় দিনের মত দুই গোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষে মিয়াজুল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিমের বাড়ির গোষ্ঠীর মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। নিহত মিয়াজুল চান্দের গোষ্ঠীের তোতা মিয়ার ছেলে। এ সময় উভয় পক্ষের ১৫জন আহত হয়। স্থানীয়রা জানায়, ছলিমের বাড়ির শহিদ মিয়ার ছেলে চান্দের বাড়িতে বসে গত সোমবার রাতে কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিল। এসময় চান্দের বাড়ির লোকজন তাতে বাধা দিলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোমবার রাতেই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয়পক্ষের ১০/১২টি বাড়িতে...
ময়মনসিংহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গোপীনগর গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো ভাই-বোন। হালুয়াঘাট থানার ওসি রাজন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে একটি ডোবার কাছে তারা খেলছিল। অনেক সময় পরও বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে তাদের মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। News24d.tv/কেআই
কলেজের গেটে প্রসব বেদনায় কাতর, সন্তান ভূমিষ্ঠের পর হাসপাতালেই দিলেন অনার্স পরীক্ষা
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সন্তান প্রসবের পর হাসপাতালেই অনার্স (সম্মান) পরীক্ষা দিলেন হাজেরা খাতুন নামে এক তরুণী। আজ বুধবার (১৪ মে) দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। হাজেরা খাতুন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী এবং হাতীবান্ধা সরকারী আলীমুদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণির পরীক্ষার্থী। হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্র জানায়, ৫ বছর সংসার জীবনে এক মেয়ে সন্তানের জননী হাজেরা খাতুন সংসারের পাশাপাশি লেখা পড়া চালিয়ে যাচ্ছেন। স্বামীর বাড়িতে থেকেও সম্মান শ্রেণিতে পড়তেন। গর্ভে সন্তান নিয়ে সকল পরীক্ষা শেষে আজ বুধবার ছিল ব্যবহারিক পরীক্ষা। স্বামীসহ অটোরিকশা যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেকে হাতীবান্ধা সরকারী আলীমুদ্দিন কলেজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর