একটা সময় বার্সেলোনার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদিনিয়ো। এরপর লম্বা সময় ধরে জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। সময়ের পরিক্রমায় সেই ঝাণ্ডা এবার উঠেছে লামিনে ইয়ামালের কাঁধে। দ্যুতিময় ফুটবলে দারুণ আগামীর ইঙ্গিত এই তরুণ দিচ্ছেন প্রতিনিয়তই। বয়স মোটে ১৭ বছর। তবে ইয়ামাল এ বয়সেই বার্সেলোনার গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার ফলটাও পেতে যাচ্ছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, বর্তমান বেতনের ১০ গুণ বেশি অর্থ দিয়ে তাকে দলে রাখতে চাইছে বার্সা। কাতালান ক্লাবটি ইয়ামালের সঙ্গে এক যুগান্তকারী চুক্তি নবায়নের পথে এগোচ্ছে। এই চুক্তি অনুযায়ী, ইয়ামালের বছরে মোট আয় হবে ৪০ মিলিয়ন ইউরো (মোট বেতন হিসেবে), যেখানে ৩০ মিলিয়ন ইউরো থাকছে মূল বেতন হিসেবে এবং ১০ মিলিয়ন ইউরো থাকবে বার্ষিক নবায়ন বোনাস হিসেবে। বর্তমানে ইয়ামাল বছরে মোট ৩ দশমিক ৩ মিলিয়ন...
নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল!
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, কবে মাঠে নামবে রংপুর
অনলাইন ডেস্ক
আগামী জুলাইয়ে পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের। এবারের আসরেও ৫টি দেশ থেকে ৫টি দল অংশ নেবে। এবারো মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার মিশনে নামবে দলটি। ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্সে অবস্থিত গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে। অংশ নিচ্ছে বিশ্বের পাঁচটি শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শীর্ষ দল হিসেবে আমন্ত্রণ পেয়ে রংপুর অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। গত আসরে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা জয় করেছিল তারা। এবারও একই ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএই ও ক্যারিবিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলো। রংপুর তাদের অভিযান শুরু করবে ১০ জুলাই। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে স্বাগতিক...
ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় গোল কোনটি, জানালেন মেসি
অনলাইন ডেস্ক

বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৬০ গোল করেছেন আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইন্টার মায়ামির জার্সিতে। যেখানেই যখন খেলেছেন বাঁ পায়ের জাদুতে মুগ্ধ করেছেন সবাইকে। তবে জানলে অবাক হবেন বাঁ পায়ের এত সুন্দর সুন্দর গোল রেখে নিজের পছন্দের তালিকার উপরে রেখেছেন হেড দিয়ে করা একটি গোল। মেসি জানান, চ্যাম্পিয়ন্স লিগে (বার্সেলোনার হয়ে ২০০৯ সালে) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে করা গোলটি আমার সবসময়ই পছন্দের। দাতব্য সংস্থা ইন্টার মায়ামি ফাউন্ডেশনের একটি প্রচারধর্মী ভিডিওতে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেখানে নিজের সবচেয়ে পছন্দের গোল প্রসঙ্গে মেসি বলেন, আমার এমন অনেক গোল আছে যেগুলো সম্ভবত বেশি...
আরেক দফা সংশোধন আনছেন সালাউদ্দিন
অনলাইন ডেস্ক

আগামী শনিবার নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থার (সাফ) বার্ষিক সাধারণ সভা। সেই কংগ্রেসে পুনরায় সাফের গঠনতন্ত্র পরিবর্তিত হচ্ছে। মাস খানেক আগেই শ্রীলঙ্কার কলম্বোতে সাফের গঠনতন্ত্র এক দফা পরিবর্তন হয়েছে। সাফ কংগ্রেসের ভেন্যু নেপালের কাঠমান্ডু। সাফের নতুন সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল ইতোমধ্যে ভেন্যুতে পৌঁছেছেন। সেখান থেকে তিনি বলেন, সাফে নির্বাহী কমিটিতে তিন মেয়াদের বেশি না থাকার একটি নির্দেশনা রয়েছে। আসন্ন এজিএমে এটি তুলে দেয়ার প্রস্তাবনা রয়েছে। কারণ সম্প্রতি এএফসিও এটা তাদের গঠনতন্ত্রে সংশোধন করেছে। সাফের গঠনতন্ত্রে ছিলো নির্বাচনের সময় কারো বয়স ৭০ বছরের বেশি হতে পারবে না। ৪ এপ্রিল শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠেয় সাফ কংগ্রেসে বয়সের কোটা উঠে গেছে। নতুন এই আইনের ফলে সাফের বর্তমান সভাপতি ৭০ বছর ঊর্ধ্ব কাজী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর